নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। শুধু অভিনয় নয়, উর্মিলা মাতন্ডকরের নাচ থেকেও কখনও চোখ ফেরাতে পারেনি দর্শক। প্রশিক্ষিত নৃত্যশিল্পী রঙ্গিলা গার্ল। তবে উর্মিলার এই গোপন ট্যালেন্টের কথা অনেকেই জানেন না! সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফাঁস হল সেটি।
ইন্ডিয়ান আইডল ১৪-র নতুন এপিসোডে অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছিলেন ‘মস্ত’ নায়িকা। সেখানেই কুমার শানুর কাছে আবদার করে বসেন উর্মিলা। ৫০-এর গণ্ডি পার করা নায়িকা এদিন গান গেয়ে ‘শানুদা’র কাছে রাখলেন মনের কথা। বলেন, ‘আমার ছবির একটা গান যদি শানুদা একটু গেয়ে শোনান…’। এরপরই ‘জানম সমঝা করো’ ছবির ‘লাভ হুয়া’ গানটি গুনগুন করে ওঠেন অভিনেত্রী।
উর্মিলার গানের গলা শুনে অবাক শ্রেয়া ঘোষাল, কুমার শানু। পরের জন তো জিগ্গেস করে বসেন, ‘আপনি এত ভালো গান করেন?’ জবাবে হেসে ফেলেন নায়িকা। শুধু বলেন, ‘স্যার কী যে বলেন…’। পাশ থেকে সঞ্চালক হুসেন বলে ওঠেন, ‘ট্যালেন্ট…’। কিন্তু এরপর ঘটল আসল বিপত্তি। লাভ হুয়া গান ধরার পরেই সুর এবং কথা গণ্ডোগোল করে ফেলেন কুমার শানু। ভুল ধরিয়ে দেন শ্রেয়া ঘোষাল। তারপর বলেন, ‘কী দাদা আপনি নিজের গানই ভুলে গেছেন’। হাসিুমুখে উর্মিলা জানান, ‘আসলে উনি এত গান গেয়েছেন’। ফুট কেটে বিশাল দাদলানি যোগ করেন, ‘ভুলে তো যাবেই ওই দিন আরও ১৭টা গান রেকর্ড করেছিল দাদা’।
অন্যদিকে জমে উঠেছে ইন্ডিয়ান আইডলের সেমি ফাইনালের লড়াই। বাংলার ছেলে দীপন ইতিমধ্যেই বাদ পড়েছেন। সেরা সাতে জায়গা করে নিয়েছেন বাংলার দুই রত্ন, শুভদীপ দাস এবং অনন্যা পাল। ইন্ডিয়ান আইডলের ট্রফি জয়ের লক্ষ্য়ে টিকে রয়েছেন, আদ্য মিশ্র, অঞ্জনা পদ্মনাভন, অবম টাঙ্গু, পীযূষ পানওয়ার, বৈভব গুপ্তা।
সেমি ফাইনালে ‘হায় রামা’ গেয়ে দর্শক-বিচারকদের মন জয় করলেন শুভদীপ। এবার ইন্ডিয়ান আইডলের ট্রফির অন্যতম দাবিদার তিনি। শুভদীপের গান শুনে মন্ত্রমুগ্ধ শ্রেয়া, উর্মিলারা। রঙ্গিলা গার্ল বলে ওঠেন, ‘আমার মনে হচ্ছে এই বছর কলকাতায় ট্রফি যাওয়ার পুরো চান্স রয়েছে’।
অন্যদিকে বিশাল যোগ করেন, ‘তোমার নাম তো শুভদীপ নয়, সুপার-দীপ। প্রতিবার তুমি ফাটিয়ে দাও’। শ্রেয়া ঘোষাল গেয়ে জানান, ‘আতি শরম হ্যায়… গানে মহিলা কন্ঠের অংশটাও তুমি এত সুন্দরভাবে গেয়েছো, সত্যি অসাধারণ’।