টুকটুক করে এগিয়ে আসছে ফিনালে। দেখতে দেখতে সেমি ফিনালে হাজির। আর এই কঠিন লড়াইয়ে এবার ইন্ডিয়ান আইডল ১৪ এর সেরা সাতে জায়গায় করে নিল মোট ৭ জন। এঁদের মধ্যে আছেন বাংলার দুই।
ইন্ডিয়ান আইডল ১৪ এর সেমি ফিনালে
দেখতে দেখে ইন্ডিয়ান আইডল ১৪ এর সেমি ফিনালে এসে গেল। এখানে এবার মোট ৭ জন প্রতিযোগী ভোটের বিচারে নিজেদের জায়গা বানিয়ে নিয়েছেন। সদ্যই আউট হয়েছেন বাংলার দীপন মিত্র। তাঁর গান সকলকে মুগ্ধ করলেও ভোটের বিচারে থামাতে হল তাঁর সফর। এখন এই সেরা ৭ জনে জায়গা করে নিয়েছেন বাংলার দুজন। এঁরা হলেন শুভদীপ দাস এবং অনন্যা পাল। এছাড়া আছেন আদ্য মিশ্র, অঞ্জনা পদ্মনাভন, অবম টাঙ্গু, পীযূষ পানওয়ার, বৈভব গুপ্তা। এঁদের মধ্যে সেমি ফিনালের লড়াই জমবে।
আরও পড়ুন: করিনা - কৃতি - টাবুর ক্রিউয়ের ফার্স্ট লুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
আরও পড়ুন: ফিরছে শুভশ্রী - দেবালয় জুটি! উপন্যাসভিত্তিক ইন্দুবালা ভাতের হোটেলের পর এবার কোন গল্পের পালা?
সেমি ফিনালের লড়াইয়ে শুভদীপের গান
এবারের ইন্ডিয়ান আইডল ১৪ এর সেমি ফিনালেতে বিশেষ অতিথি হয়ে আসছেন উর্মিলা মাতন্ডকর। তাঁর এবং অন্যান্য বিচারকদের সামনে শুভদীপ গান হায় রামা ইয়ে কেয়া হুয়া গানটি। রঙ্গিলা ছবির এই গানটি গেয়ে তাক লাগিয়ে দেন তিনি। এআর রহমানের গানটি শুভদীপ তাঁর নিজের মতো করে গান। যা শুনে মুগ্ধ হয়ে তারিফ করে ওঠেন শ্রেয়া। বাদ যাননি বিশেষ অতিথি উর্মিলা। তাঁকে শুভদীপের গানে নাচ করতেও দেখা যায়। বলেন, 'আমার তো মনে হচ্ছে এবারের খেতাব জয় তুমিই করবে।'
আরও পড়ুন: প্রতিবারের মতো এবারেও মথুরা ভ্রমণ সৌমিতৃষার, কেকের বদলে প্রসাদ খেয়ে জন্মদিন উদযাপন দেবের নায়িকার
ইন্ডিয়ান আইডল প্রসঙ্গে
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।