সৌমিতৃষা কুণ্ডু এখন তাঁর নিজের নামের বদলে বাংলার ঘরে ঘরে মিঠাই বলেই পরিচিত। গত বছরই তিনি বড় পর্দায় ডেবিউ করেছেন দেবের হাত ধরে। তাই এই বছর তাঁর জন্মদিনটা একটু বিশেষ। আর এই বিশেষ দিনে সৌমিতৃষা কুণ্ডু কী করছেন খোঁজ নিল হিন্দুস্তান টাইমস বাংলা।
শুভ জন্মদিন। আজকের পরিকল্পনা কী?
সৌমিতৃষা: হেহে ধন্যবাদ। আজ এই তো মথুরায় ঘুরছি।
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা, খবর পেয়েই সুহানির পরিবারের পাশে দাঁড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
ও তার মানে এবারেও ঈশ্বরের সাধনা করেই বিশেষ দিন কাটবে?
সৌমিতৃষা: একেবারেই। আরও যত বেশি করে ঈশ্বরের কাছাকাছি থাকা যায় আর কী।
একাই গিয়েছেন?
সৌমিতৃষা: না না, পরিবারের সঙ্গে কৃষ্ণ দর্শনে এসেছি। যেমনটা গতবার এসেছিলাম তেমনই। আমি আসলে প্রতি বছরই এখানে কাটাতে চাই। ঈশ্বরের স্থানেই আমি আমার জন্মদিন কাটাতে চাই। পরে কখনও যদি কেদারনাথ যদি আমায় টানে তাহলে ওখানেও যাব।
আরও পড়ুন: করিনা - কৃতি - টাবুর ক্রিউয়ের ফার্স্ট লুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
আরও পড়ুন: ফিরছে শুভশ্রী - দেবালয় জুটি! উপন্যাসভিত্তিক ইন্দুবালা ভাতের হোটেলের পর এবার কোন গল্পের পালা?
কেক কাটা হয়েছে?
সৌমিতৃষা: হ্যাঁ, হোটেলের কর্মীরা কেক এনেছিল। কেটেছি সকালে। এখন ঘুরতে বেড়িয়েছি। তবে আমার কাছে জন্মদিনের আসল জিনিস হল ঈশ্বরের প্রসাদ।
প্রসঙ্গত আগেও একাধিকবার মিঠাই তথা সৌমিতৃষা জানিয়েছিলেন যে তিনি ভীষণই ভোজন রসিক। খুবই খেতে পছন্দ করলেন তিনি। কিন্তু জন্মদিনের এই বিশেষ দিনটা তিনি নিরামিষ খেয়ে, ঈশ্বরের নাম গান করেই কাটাতে পছন্দ করেন।
সৌমিতৃষাকে শেষবার প্রধান ছবিতে দেখা গিয়েছে। সেই ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় ডেবিউ করেছেন। এই ছবিতে তাঁর বিপরীতে দেবকে দেখা গিয়েছিল। আগামীতে কোন ছবিতে তাঁকে দেখা যাবে সেটা এখনো প্রকাশ্যে আসেনি। অভিনেত্রীর কথায়, 'এখনও কিছু ঠিক হয়নি। হলে নিশ্চয় খবর পাবে।'