মধ্যরাত থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ঘড়ির কাটায় ঠিক রাত বারোটা বাজতেই তাঁর জন্য এলাহি আয়োজন সেরেছেন কাছের মানুষরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
বেলুন, ফেস্টুন, নানা রঙের আলো, মোমবাতি দিয়ে সাজানো ঘর। মধ্য রাতে কেক এনে অভিনেত্রীর জন্য সারপ্রাইজ রেখেছেন কাছের মানুষরা। হিন্দুস্তান টাইমস বাংলাকে ফোনের ওপার থেকে অভিনেত্রী শ্রীমা জানিয়েছেন, ‘জন্মদিনের শুরুতেই মধ্যরাতে প্রচুর সারপ্রাইজ পেয়েছি। কাল রাতে তো একদমই কোনও প্ল্যান ছিল না। পুরোটাই সারপ্রাইজ দিয়েছে, প্ল্যান করেছে আমার খুব কাছের কিছু মানুষ। ঘরে সুন্দর করে সাজিয়ে কেক কাটিয়েছে, প্রচুর খাওয়াদাওয়া হয়েছে, অনেক গিফট পেয়েছি। খুব মজা করেছি’। আরও পড়ুন: মধ্যরাতে কেক কেটেছেন, পেয়েছেন বড় সারপ্রাইজ, জন্মদিনে সারাদিন কী প্ল্যান শ্রীমার
জন্মদিনে কাছের মানুষদের সঙ্গে ছবিও শেয়ার করেছেন নায়িকা। লিখেছেন, ‘কাল রাত তখন ঠিক বারোটা। আয়োজন একেবারে এলাহি। জন্ম হয়েছিল বহুকাল আগে তবুও সেই খুশি কমেনি প্রিয় মানুষগুলোর'। ধন্যবাদ জানিয়ে পোস্টে ট্যাগ করেছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্য়ায়কে। একই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে ইন্দ্রনীল লিখেছেন, ‘শুভ জন্মদিন শ্রী’। উত্তরে শ্রীমা লিখেছেন, ‘ধন্যবাদ ইন্দ্র’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরও পড়ুন: বাংলাদেশের র্যাপে তিন ধ্রুপদী নৃত্যশিল্পী! তিন ‘চিটিংবাজ মেয়ে’র ভিডিয়ো চরম ভাইরাল
প্রসঙ্গত, টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ইন্দ্রনীল আর শ্রীমার প্রেমচর্চা। যদিও সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। তবে শ্রীমার জন্মদিনে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে ইন্দ্রনীলের বাহুডোরে শ্রীমা, অভিনেতাকে আদর করে কেক খাইয়ে দিচ্ছেন বার্থ ডে গার্ল। এমনকী শ্রীমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুটি রোম্যান্টিক ছবিও পোস্ট করেছেন অভিনেতা। লিখেছেন, ‘শুভ জন্মদিন শ্রী। অনেক ভালোবাসা’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। সেখানেই পোস্টের কমেন্টে ইন্দ্রনীলকে পালটা ভালোবাসা পাঠিয়ে শ্রীমা লিখেছেন, ‘ধন্যবাদ @officialindranil (হৃদয়ের ইমোজি) তোমাকেও অনেক ভালোবাসা’।
অভিনেত্রীর জন্মদিনের পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন শ্রীমা। এই দিনটি তোমার জীবনে বার বার যেনো ফিরে আসে। অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইলো’। অপর একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন কোকোর মা’। এক নেটিজেন লিখেছেন, ‘একে অপরের জন্য তৈরি’। কারও মন্তব্য, ‘সুপারহিট জুটি’।
উল্লেখ্য, কিছু দিন আগেই বিদেশ ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রীমা। থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন নায়িকা। এরপরই অভিনেতা ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রামের ছবি দেখে শুরু ফিসফাস। কখনও নীল জলে দাঁড়িয়ে অভিনেতা। কখনও আবার সমুদ্রতটে বসে আরাম করছেন। সেই ছবি দেখে নেটিজেনরা মনে করেছেন, শ্রীমা হয়তো তাঁর সঙ্গেই ঘুরতে গিয়েছেন। সেখান থেকেই দুজনের সম্পর্কের জল্পনা আরও জোরালো হতে শুরু হবে। এবার শ্রীমার শেয়ার করা ছবি দেখে নেটিজেনের অনেকের মনেই প্রশ্ন, তবে কি জন্মদিনেই সম্পর্কে সিলমোহর দিলেন এই চর্চিত জুটি?