‘আলো ছায়া’ ধারাবাহিকের দেওর-বৌদি জুটি থেকে বাস্তবে স্বামী-স্ত্রী! কথা হচ্ছে টেলিভিশনের অতি পরিচিত দুই মুখ অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়ের। জি বাংলার সিরিয়ালের সেটে শুরু হয়েছিল এই প্রেম কাহিনির। বছর খানেক চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারি মাসেই সই-সাবুদ করে বিয়েটা সেরে নেন দুজনে। যদিও তারপর দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, সে-সব এখন অতীত। যাবতীয় ভুল বোঝাবুঝি ভুলে ইপ্সিতাকে আগেই কাছে টেনেছেন অর্ণব। এবার কাজের জগতেও একসঙ্গে তাঁরা। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও জুটিতে নয়, দেওর-বৌদি হিসাবেই দেখা যাবে অর্ণব-ইপ্সিতাকে। আরও পড়ুন-সাঁইয়া নয়, তোতার ভাইয়া! আলতা ফড়িং-এর 'ব্যাঙ্ক বাবু' এবার জল থই থই ভালোবাসায়
সোমবার থেকেই স্টার জলসার পর্দায় শুরু হচ্ছে ‘জল থই থই ভালবাসা’। ম্যাজিক মোমেন্টসের এই সিরিয়ালের হাত ধরে টেলিভিশনের ফিরছেন অপরাজিতা আঢ্য। ‘পুণ্যি পুকুর’-এর পর আবারও এই মেগায় চন্দন সেনের সঙ্গে কাজ করছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই সিরিয়ালে অপরাজিতা এবং চন্দনের ছোট ছেলের চরিত্রে থাকছন অর্ণব বন্দ্যোপাধ্যায়। তা তো সিরিয়ালের দ্বিতীয় প্রোমোয় দেখেই নিয়েছে দর্শকরা। তবে এই সিরিয়ালে অপরাজিতা অর্থাৎ কোজাগরী বসুর তিন সন্তান। বড় ছেলের চরিত্রে দেখা যাবে দেবোত্তম সাহাকে। আর তাঁর বিপরীতে থাকছেন ইপ্সিতা। অর্থাৎ অর্ণবের বড় বৌদির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। এই খবরে সিলমোহর দিয়ে ইপ্সিতা জানান, ‘হ্যাঁ, এটা সঠিক খবর। আমি এই সিরিয়ালে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। তবে অর্ণবের নয় দেবোত্তম সাহার বিপরীতে আমি অভিনয় করব’।

ফের জুটিতে দেবোত্তম-ইপ্সিতা
ইপ্সিতা-দেবোত্তমও বাংলা টেলিভিশনের হিট জুটি। ‘কেয়া পাতার নৌকো’ সিরিয়ালের নায়ক-নায়িকা হিসাবে প্রশংসা কুড়িয়ে ছিলেন তাঁরা, আবারও ফিরছেন তাঁরা। জল থই থই ভালোবাসায় অর্ণব ও দেবোত্তমের বোনের চরিত্রে দেখা যাবে অনুশা বিশ্বনাথননকে। সিরিয়ালের বড় অংশ জুড়ে থাকবে মা-মেয়ের সম্পর্কের সমীকরণ।
এর আগে স্টার জলসারই ‘আলতা ফড়িং’ সিরিয়ালে শেষ দেখা মিলেছে অর্ণবের। সেখানে নায়ক থেকে আচমকাই খলনায়ক হতে দর্শক দেখেছিল তাঁকে। তবে এবার আদ্যপান্ত একটা পজেটিভ চরিত্রেই থাকছেন তিনি। হিন্দুস্তান টাইমস বাংলাক অভিনেতা জানিয়েছেন, 'আমার এই চরিত্রটা খুব ভালো লেগেছে। কলেজ পড়ুয়ার চরিত্র, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আসলে আলতা ফড়িং-এর পর স্টার জলসাতেই আমি কাজ করতে চাইছিলাম, পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কাজ করতে চাইছিলাম। তাই জল থই থই ভালোবাসাটা বেছে নিলাম'। অন্যদিকে ম্যাজিক মোমেন্টসের সিরিয়ালের পরিচিত মুখ ইপ্সিতা। রবিবার শেষ হচ্ছে ‘এক্কা দোক্কা’, সেই সিরিয়ালের গুরুত্বপূর্ণ মুখ তিনি।