কিছুদিন ধরেই ইপ্সিতা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি পোস্ট করেছেন যা সকলের নজর কেড়েছে। সকলেই জানেন তাঁর সঙ্গে তাঁর জল থই থই ভালোবাসা ধারাবাহিকের হবু দেওর অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক আছে। কিন্তু বহুদিন ধরে তাঁদের একসঙ্গে তেমন ছবি ভাগ করতে না দেখা গেলেও দেবত্তম মজুমদারের সঙ্গে আজকাল হামেশাই অভিনেত্রী ছবি পোস্ট করে থাকেন। এদিন ইপ্সিতা ধরা দিলেন বিয়ের সাজে। কিন্তু কার সঙ্গে বিয়ে করলেন তিনি? দেবোত্তম?
বিয়ের সাজে ইপ্সিতা?
চারদিকে এখন বিয়ের মরশুম। বিয়ের সানাইয়ের সুর ভাসছে বাতাসে। টলিউডের অনেকেই এই বিয়ের মরশুম ছাদনাতলায় গিয়েছেন। তার মধ্যেই বিয়ের সাজে ধরা দিলেন ইপ্সিতা। পরনে লাল টুকটুকে বেনারসি, মাথায় ওড়না, মুকুট। গা ভর্তি সোনার গয়না। তবে কি ইপ্সিতাও বিয়ে করে ফেললেন? কিন্তু পাত্র কে? অর্ণবকে ভুলে দেবোত্তমকে বিয়ে করলেন নাকি তিনি? হ্যাঁ, দেবোত্তমকেই বিয়ে করেছেন তবে সেটা ধারাবাহিকে। জল থই থই ভালোবাসায় তাঁদের চার হাত এক হবে শীঘ্রই। সদ্যই সেই পর্বের শুট হয়েছে, আর সেখানে থেকেই এই ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তিনি তাঁর বধূবেশে একাধিক ছবি শেয়ার করে লেখেন, 'বিয়ের সাজে কোকো, দেখুন জল থই থই ভালোবাসা রাত ৯ টায়, স্টার জলসায়।'
আরও পড়ুন: হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলের সঙ্গে কেবল অ্যাডজাস্ট করেছেন মৌসুমী! ইন্ডিয়ান আইডলে বিস্ফোরক অভিনেত্রী
আরেকটি পোস্টে তাঁকে এক মাথা ভর্তি সিঁদুর, গলায় মালা পরে দেবোত্তমের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়। তাঁরা একে অন্যের চোখে ডুবে আছেন। এই ছবিটি পোস্ট করে একটি গানের লাইন লেখেন অভিনেত্রী। লেখেন, 'ম্যায় তেরি যোগানিয়া, তু যোগ লাগা দে রে।'
প্রসঙ্গত ইপ্সিতা এবং দেবোত্তমের জুটি বহু পুরনো এবং হিট। তাঁদের প্রথমবার কেয়া পাতার নৌকো ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। ভীষণ জনপ্রিয় হয়েছিল সেই মেগা। তবে দেবোত্তম কেবল তাঁর ভালো বন্ধু। বর্তমানে অর্ণবের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইপ্সিতা মুখোপাধ্যায়। তাঁদের মাঝে মধ্যে লাবিডাবি পোস্ট করতেও দেখা যায়।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'দিদি তোমাকে বউয়ের সাজে খুব খুব সুন্দর আর মিষ্টি লাগছে, সুন্দরী বধূর নজর না লাগে।' আরেকজন লেখেন, 'চোখ জুড়ানো মন ভরানো সবচেয়ে সুন্দর সেরা অনস্ক্রিন জুটি, তোমাদের দুজনের দিক থেকে চোখ সরছে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হেসে ছবি তুলতে পারতে। কি সুন্দর মিষ্টি হাসি তোমার।'