ইন্ডিয়ান আইডলের মঞ্চে এই সপ্তাহে পালিত হবে হেমন্ত কুমার অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় বিশেষ পর্ব। এই গায়ক তথা সঙ্গীত পরিচালক টলিউড, বলিউড সর্বত্র দাপিয়ে কাজ করেছেন একটা সময়। তাঁর রেখে যাওয়া কাজকেই এদিন শ্রদ্ধা জানাবে ইন্ডিয়ান আইডল ১৪-এর মঞ্চ। আর সেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। সেখানে এসেই তিনি তাঁর বৈবাহিক জীবনের কথা বলেন।
ইন্ডিয়ান আইডল ১৪-তে মৌসুমী চট্টোপাধ্যায়
মৌসুমী চট্টোপাধ্যায় টলিউড এবং বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন। তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূও বটে। এদিন শ্বশুরের বিশেষ পর্বে তিনি ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির থাকবেন। সেখানেই তিনি তাঁর দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন।
ইন্ডিয়ান আইডলের যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে শ্রেয়া ঘোষালকে প্রথমে বলতে শোনা যায়, 'মৌসুমীজি আপনি ছোটবেলায় দুষ্টুমি করতেন?' উত্তরে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, 'ছোটবেলায়? আমি এখনও ছোটই। আমার ছোটবেলা কোথায় গেছে?'
এরপর তিনি কথা প্রসঙ্গে আবার বলেন, 'কাউকে ভালোই বাসতে পারিনি। কাউকে ভালোবাসার আগেই বিয়ে হয়ে গেল। স্কুলে পড়ি যখন আমার বিয়ে হয়।' তখন শোয়ের বিচারক বিশাল দাদলানি বলেন, 'ও তার মানে কাউকেই ভালোবাসেননি! নাকি বিয়ের পর ভালোবেসেছিলেন?' উত্তরে পিকু ছবির অভিনেত্রী বলেন, 'পরেও ভালোবাসিনি, অ্যাডজাস্ট করেছি।' প্রসঙ্গত তিনি পুরোটাই মজা করে বলেছেন। তাঁর বলার কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়েন সকলে।
তিনি তারপর বলেন, 'আমি কম্প্রোমাইজ নয়, অ্যাডজাস্ট করি। আমার বর তো আমায় বলে তুমি যখন সত্যিই অসুস্থ হবে তখনও চিকিৎসকরা তোমায় সিরিয়াসলি নেবে না তুমি এত মজা করো।' তাঁর কথায় হাসতে হাসতে গড়িয়ে পড়েন শ্রেয়া, বিশাল।
আরও পড়ুন: পরাগকে খুন করার চেষ্টার অপরাধে কাঠগড়ায় শিমুল, শাশুড়ির বয়ানে বাঁচতে পারবে নায়িকা?
ইন্ডিয়ান আইডলে দীপনের গান
এদিন হেমন্ত মুখোপাধ্যায়ের বিশেষ পর্বে তাঁর মতোই সেজে মঞ্চে ওঠেন দীপন মিত্র। তিনি এদিন ইয়াদ কিয়া দিল নে গানটি গেয়ে শোনান।
ইন্ডিয়ান আইডল ১৪
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।