প্রথমে ঘটা করে রেজিস্ট্রি বিয়ে, তারপর উদয়পুরে জাঁকজমকপূর্ণ নানান অনুষ্ঠান ও বিয়ে। মুম্বইতে ফিরে মেয়ে আইরার রিসেপশন পার্টিরও আয়োজন করেন আমির। তবে আইরা-নূপুরের সেই বিয়ের পর্ব এখন মিটে গিয়েছে। আপাতত ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমা সারছেন আমিরের মেয়ে-জামাই।
আমির কন্যা আইরা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। নূপুরের সঙ্গে বিয়ের সমস্ত মুহূর্ত যেমন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তেমনই ইন্দোনেশিয়ায় একান্তে মধুচন্দ্রিমা কাটানোর কয়েক টুকরো মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমির কন্যা। সেখানে লাল ব্রা পরে সুইমিং পুলে নূপুরের সঙ্গে ডুবে বসে থাকতে দেখা গিয়েছে আইরাকে। আরও একটা ছবিতে তোয়ালে গায়ে দেখা গিয়েছে আইরাকে। বোঝাই যাচ্ছে স্নানের মুহূর্তে ছবিগুলি তোলা। অন্যদিকে নূপুরকে খালি গায়েই দেখা গিয়েছে। তিনি আইরার সেলফিতে মৃদু হাসি হেসেছেন। ছবিতেই স্পষ্ট বিয়ের পর বরের সঙ্গে একান্ত মুহূর্ত দিব্যি উপভোগ করছেন আইরা।

আইরা-নূপুর
প্রসঙ্গত, গত ৩রা জানুয়ারি মুম্বইয়ে সইসাবুদ করে বিয়ে করেন আইরা, পাত্র নূপুর শিখরে। বিয়ের আসরে গেঞ্জি আর শর্টস পরে দৌড়ে হাজির হয়েছিলেন আইরার 'ফিটনেস কোচ' বর। সেই দৃশ্য আগেই সাড়া ফেলেছিল। এরপর উদয়পুরে ক্রিশ্চান রীতি মেনে ডেস্টিনেশন বিয়ে হয় আইরার। মেহেন্দি, সঙ্গীতেই আটকে থাকেনি আইরার প্রাক-বিয়ের অনুষ্ঠান। পাজামা পার্টিও করেছেন বর-কনে। ব্রা আর শর্টসে ফুটবল ম্যাচ খেলতেও দেখা গিয়েছে আইরা খানকে। পরে গত ১৩ই জানুয়ারি মুম্বইয়ে বসেছিল আইরা-নূপুরের বিয়ের গ্র্যান্ড রিসেপশন।
আইনি বিয়ে থেকে উদয়পুরের বিয়ে, মুম্বইয়ের রিসেপশনের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, উদয়পুরে মেয়ের ক্রিশ্চান রীতিতে বিয়ের সময় কেঁদে ভাসিয়েছেন সুপারস্টার আমির। দেখা গিয়েছে শ্বেতশুভ্র পোশাকে বিয়ের ভেনুতে হেঁটে আসছেন আইরা, সঙ্গী বাবা-মা। সামনে দাঁড়িয়ে আইরার দিকে চুমু ছুড়ে দিচ্ছেন নূপুর। মায়াবী পরিবেশে বিয়ের আগে আইরা ও নূপুর একে-অপরের জন্য প্রতিশ্রুতি বদ্ধ হন। মেয়ে-জামাইয়ের এই রোম্যান্টিক মুহূর্ত দেখে চোখের জল বাধ মানেনি আমিরের। কেঁদে ফেলেন তিনি। এমনই আইরা ও নূপুরের বিয়ের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।