নিজের মেয়ে ইরা খান এবং নতুন জামাতা নুপুর শিকারের জন্য একটি বড় ভারতীয় বিয়ের আয়োজন করার পরে, অভিনেতা আমির খান তার বলিউড সহকর্মী এবং শহরের অন্যান্য অতিথিদের জন্য একটি বিয়ের রিসেপশন ের আয়োজন করতে মুম্বাইয়ে ফিরে এসেছেন। তিনি রিসেপশনে একটি সম্পূর্ণ পারিবারিক প্রতিকৃতির জন্যও পোজ দিয়েছিলেন। [আরও পড়ুন: উদয়পুরের বিয়ের ছবিতে নূপুর শিখরেকে চুম্বন করলেন ইরা খান]
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমির খান তার পুরো পরিবারের সঙ্গে পোজ দিয়েছেন। ছবিতে আমিরের ছেলে জুনায়েদ খান, তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত, ভাগ্নে ইমরান খান, বোন নিখাত খান, ছেলে আজাদ রাও খান এবং নুপুরের পরিবার ছিল। আমির যখন কালো বান্ধগালা পরেছিলেন, জুনায়েদ এবং তাঁর জামাতা নুপুর উভয়ের সাথে, ইরা লাল-সোনালি লেহেঙ্গা পরেছিলেন। অন্যদিকে, ইমরান অনুষ্ঠানের জন্য একটি কালো টাক্সিডো বেছে নিয়েছিলেন।
তবে বিয়েতে আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণের অনুপস্থিতি অবাক করেছে অনেককেই। তবে অভিনেতা সেখানে উপস্থিত পাপারাৎজিদের জানিয়েছেন যে, কিরণ রাও অসুস্থ। আর সেই কারণেইরিসেপশনে উপস্থিত হতে পারেননি। এদিন আমির তার আসন্ন প্রযোজনা এবং কিরণ পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর কাস্টদের সঙ্গেও পোজ দেন।
আমিরের মেয়ের বিয়েতে বচ্চন পরিবার থেকে শুধুমাত্র জয়া বচ্চনেরই দেখা পাওয়া গেল। এবারেও মা-কে সঙ্গ দিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। আর বরাবরের মতো এবারেও মেজাজ হারিয়ে জয়া চোটপাট করলেন পপারাজ্জোদের সঙ্গে। তারকাদের ছবি তোলার জন্য ভেন্যুর বাইরে ছিল সুসজ্জিত বেশ কয়েকটি পয়েন্ট। আর সেখানে সবকটির সামনে দাঁড়াতে নারাজ জয়া গটগটিয়ে ঢুকে যান ভিতরে। শুধু তাই নয়, ফোটোগ্রাফাররা ‘বাঁদিক, ডান দিন, মাঝখানে’ এভাবে যখন মুখ ঘোরানোর অনুরোধ জানাচ্ছিলেন, তখনই জয়াকে বেশ উদ্ধত ভঙ্গিতে বলে উঠতে দেখা যায়, ‘তুমি কে’?
অন্যদিকে অনিল কাপুরকে পাপারাজ্জিদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখা যায়। তিনি তো তাঁদের জিজ্ঞাসাও করে বসেন, কেন সবাই আজ এত চুপচাপ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরের ‘লাগান’ পরিচালক আশুতোষ গোয়ারিকার, আমিরের ‘সিং চাড্ডার’ সহ-অভিনেতা নাগা চৈতন্য, তাঁর ‘দিল চাহতা হ্যায়’ পরিচালক ফারহান আখতার (স্ত্রী ও অভিনেতা শিবানী দান্ডেকরের সঙ্গে এসেছিলেন), তাঁর ‘দিল ধড়কনে দো’র পরিচালক জোয়া আখতার, ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর সহ-অভিনেতা জুহি চাওলা, ‘তারে জমিন পর’-এর শিশুশিল্পী দর্শিল সাফারি। 'থ্রি ইডিয়টস'-এর সহ-অভিনেতা শরনব জোশী, রেখা, ধর্মেন্দ্র, হেমা মালিনী, এশা দেওল, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, দিলীপ জোশি, মিথিলা পালকর, গজরাজ রাও, বিপিন শর্মা, গওহর খান, জাভেদ জাফরি, কিকু শারদা, মনোজ জোশি, গায়িক সুনিধি চৌহান, সংগীত পরিচালক এআর রহমান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং ক্রিকেটার শচীন ও জাহির খান।
শাহরুখ-সলমন দুজনকেই দেখা গেল আমিরের মেয়ের রিসেপশনে। সস্ত্রীক মুকেশ আম্বানিও আসেন এদিন। দেখা গেল ইরফানের ছেলে বাবিল খানকে।