জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দর্শক মনে কতটা দাগ কেটেছে সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এই ছবির হাতে ধরে বলিউডের তিন স্টারকিড তাঁদের স্বপ্নের উড়ান শুরু করেছেন। তবে কেরিয়ার শুরু হতে না হতেই চর্চায় সেই তিন তারকা সন্তানদের প্রেম কাহিনি। বি-টাউনে জোর গুঞ্জন বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা খান। ওদিকে ‘দ্য আর্চিস’ কো-স্টার বেদাঙ্গ রায়নার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন খুশি কাপুর।
মাস কয়েক আগেই বেদাঙ্গ ও খুশির সম্পর্কের সমীকরণ নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে। প্রায়শই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা মিলছে দুজনের। খুশির প্রতি বেদাঙ্গের কেয়ারিং মনোভাব দেখে অনেকেরই ধারণা এই সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। দুজনের রসায়ন ঘিরে চর্চার মাঝেই নীরবতা ভাঙলেন বেদাঙ্গ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেদাঙ্গ জানান, খুশির সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতার কথা। তবে প্রেম? নৈব নৈব চ! বেদাঙ্গ বলেন, ‘খুশি এবং আমার বন্ধুত্বের অনেক কারণ, অনেক মিল রয়েছে। আমরা একই ধরনের গান পছন্দ করি। এবং আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। তবে আমরা ডেট করছি না। খাঁটি বন্ধুত্ব আমাদের।’ তবে এই খাঁটি বন্ধুত্বের গল্প বলিউডে বেশ পরিচিত। ‘গুড ফ্রেন্ড’, ‘জাস্ট ফ্রেন্ড’ থাকতে থাকতেই ছাদনা তলা অবধি পৌঁছে যান অনেকে। বেদাঙ্গ নিজেকে সিঙ্গল বলে দাবি করেন। জানান,'বর্তমানে আমি সিঙ্গল। সঠিক সময়ে নিশ্চয় পরিস্থিতি বদলাবে'।
খুশি কাপুরের ঘরোয়া বার্থ ডে সেলিব্রেশনে দেখা মিলেছিল বেদাঙ্গের। তারপর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন তুঙ্গে। সেইচর্চা উস্কে দিয়েছিলেন বলিউডের বন্ধু, দ্য লিভার- ওরি। জন্মদিনে দিদি জাহ্নবী কাপুর, তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া এবং ওরি ও বেদাঙ্গের সঙ্গে লাঞ্চ সারেন খুশি। সেই ভিডিয়ো সোশ্যালে পোস্ট করেন ওরি। সেই নিয়েই হইচই শুরু। এর আগে অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গেও বেদাঙ্গের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ বেটি কুপারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়েকে। জাহ্নবীর মতো প্রথম ছবিতে সেভাবে দাগ কাটতে পারেননি খুশি। তবে ইতিমধ্যেই পেয়ে গিয়েছিলেন দ্বিতীয় ছবির অফার। তাও করণ জোহরের ধর্মা প্রোডাকশনে! খবর, সইফ-পুত্র ইব্রাহিমের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ওটিটি-তেই মুক্তি পাবে এই ছবি।