বলিউডে চার দশক পার। ঝুলিতে সফল ছবির সংখ্যাও নেহাত কম নয়। তবু 'নায়ক' থেকে চরিত্রাভিনেতা হয়ে উঠতে আপত্তি নেই তাঁর। তিনি আর কেউ নন, নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় নায়ক জ্যাকি।
কেরিয়ারের শুরুর দিকে পেয়েছেন 'হিরো' তকমা। বক্স অফিসেও তাঁর ছবির ভাঁড়ার ভরেছে। কিন্তু বয়স ৪০ ছুঁতেই তাঁর কেরিয়ারের অভিমুখ ঘুরেছে। চরিত্রাভিনেতা হিসেবে পর্দায় আসতে দ্বিধা করেননি জ্যাকি। ‘আল্লা রাখা’, ‘পরিন্দা’ ‘শপথ’, ‘কুদরত কা কানুন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ইদানীং অবশ্য কাজ কমিয়ে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক অন্য কারণে শিরোনামে তিনি। আরও পড়ুন: স্যান্ডেল থেকে পিপ টো, হাজার খানিক জুতোর কালেকশন নুসরতের! দাম জানলে চমকে উঠবেন
ভক্তকে সপাটে চাটি মারলেন জ্যাকি শ্রফ
এক অনুষ্ঠানস্থল থেকে বেরোচ্ছিলেন জ্যাকি। সেই সময় পাপারাৎজ্জি সহ অনুরাগীরা এবং আরও অনেকে ঘিরে ধরেন অভিনেতাকে। এক অনুরাগী আবদার করে বসেন, তিনি অভিনেতার সঙ্গে সেলফি তুলবেন। সেই ভক্ত সেলফি তোলার সময় আচমকা কোমরে হাত দিয়ে বসেন অভিনেতার। আর তাতেই রেগে কাঁই হয়ে যান জ্যাকি শ্রফ। অনুরাগীর মাথায় চাটি মেরে বলেন, ‘আমি মেয়ে নাকি, যে কোমরে হাত দিচ্ছ। ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয়।’ আর অভিনেতার এই ব্যবহার দেখে ঠাট্টা, মশকরায় মেতে উঠেছে নেটদুনিয়া। কেউ কেউ সমালোচনাও করেছেন তাঁর।
নেটিজেনের প্রতিক্রিয়া
জ্যাকির পরনে কালো টি শার্ট, প্রিন্টেড ট্রাউজার্স। কাঁধে ঝোলা ব্যাগ। আড়াআড়িভাবে নেওয়া। হাতে দুটো টব। এই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে ভক্তের মাথায় চাঁটি মারা মানতে পারছেন না নেটিজেনরা। ব্যাপক সমালোচনা হচ্ছে জ্যাকি শ্রফের। একজন লিখেছেন, ‘আরে মারছেন কেন? আপনি কী পাগল’! আরেকজন লিখেছেন, ‘ভাবুন তো আপনাকে কেউ পিছন থেকে চাঁটি মারল। ভালো লাগবে’? একজন তো রীতিমতো ক্লাস নিয়েছেন অভিনেতার। তিনি লিখেছেন, ‘এটা ভুল। আপনি কাউকে মারতে পারেন না। সে আপনার আত্মীয় বা বন্ধু নয় যে আপনি তাঁর সঙ্গে মজা করবেন’।
জ্যাকি শ্রফ প্রসঙ্গে
জ্যাকি এবং আয়েশা বিয়ে করেন ১৯৮৭ সালের ৫ মে। এক পুত্র এবং এক কন্যাসন্তান রয়েছে তাঁদের। পুত্র টাইগার বাবার পদাঙ্ক অনুসরণ করেই অভিনয়ে এসেছেন। তিনিও এখন জনপ্রিয় মুখ। কন্যা কৃষ্ণা শ্রফ অবশ্য ব্যস্ত আছেন মার্শাল আর্ট এবং ফিটনে নিয়ে। তাঁর মেয়েরও নেটপ্রভাবী হিসেবে পরিচিতি রয়েছে।