কিছুদিন আগেই ঝাঁটা ও পোছা হাতে মুম্বইয়ের এক পুরনো রামমন্দির পরিষ্কার করতে দেখা গিয়েছিল জ্যাকি শ্রফকে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল বর্ষীয়ান অভিনেতার এই কাণ্ড। এরপর ২২ জানুয়ারি, সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ। তাঁর সঙ্গে দেখা যায় অভিনেতা বিবেক ওবেরয়কে। অনুষ্ঠানের পরে বিবেক জ্যাকি শ্রফের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেন, যেখানে জুতো ছাড়া, খালি পায়েই জ্যাকি শ্রফকে রাম মন্দিরে দেখা যায়।
বিবেকের সঙ্গে জ্যাকির দেখা
বিবেক ওবেরয় জ্যাকি শ্রফের সঙ্গে অযোধ্যার রামমন্দিরে দেখা হওয়ার এক ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে জ্যাকি ও বিবেক দুজনকেই একে অপরের ‘প্রিয় মানুষ’ বলে সম্বোধন করতে দেখা যায়। তারপর বলেন, ‘জয় সিয়া রাম’। ভিডিয়োতে বিবেক জ্যাকির পায়ের দিকে দেখিয়ে বলেন, 'উনি শুধু জুতা পরেননি।উনি বললেন ভগবান রামের ভূমিতে এলাম এখানে জুতোর কোনও প্রয়োজন নেই)'। প্রসঙ্গত, সোমবার জ্যাকি ছাড়া মোটামুটি সকলকেই অবশ্য জুতো পরেই অযোধ্যায় দেখা যায়।
সোমবার একটা গাছ হাতে অযোধ্যায় পৌঁছেছিলেন জ্যাকি শ্রফ। তবে কাকে তিনি সেই গাছটি দিয়েছেন নাকি মন্দির চত্বরেই গাছটি রেখেছেন তা স্পষ্ট নয়। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকি বলেন, ‘আমি আশীর্বাদ পেয়েছি। আমার খুব ভালো লাগছে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সিনেমার পর্দায় যখনই আমাকে কোনও ইনস্পেক্টরের চরিত্র দেওয়া হয়েছে, আমার নাম ছিল রাম।’
অযোধ্যা বিবেক ওবেরয়
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অযোধ্যা সফরের বেশকিছু ছবি শেয়ার করেছেন বিবেক ওবেরায়। কখনও তাঁকে গায়ক সোনু নিগমকে নিয়ে মন্দিরে ঢুকতে দেখা যায় বিবেককে। অযোধ্যায় অনুপম খের, কঙ্গনা রানাওয়াত এবং কুমার বিশ্বাসের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় বিবেককে।
রাম মন্দিরের অনুষ্ঠান নিয়ে নিজের অনুভূতি ভাগ করে নিয়ে বিবেক। তিনি বলেন, 'ভগবান রাম আমাকে আবেগপ্রবণ করে তুলেছেন। ওঁর (রামলালা) মূর্তিটি অসাধারণ। মন্দিরের ভাস্কর্যও খুব ভাল। আমি রামের মূর্তি, মন্দিরের ভাস্কর্য দেখে আবেগতাড়িত হয়ে পড়ি। পরিবারের সবার জন্য আশীর্বাদ চেয়েছি।
বিবেক আরও জানান, 'আমি প্রথমবার অযোধ্যায় এসেছি। এখানে এসে মনে হচ্ছে এখানে নিঃশ্বাস নিলে রামভক্তি নিজের থেকেই আপনার মধ্যে এসে যাবে। এখানে অনেক শক্তি আছে। মানুষ খুব খুশি। এখানে ভক্তির ঢেউ রয়েছে। আর মানুষের মধ্যে ভীষণই উৎসাহ রয়েছে যে রামলালা ৫০০ বছর পর অযোধ্যায় ফিরে এসেছেন।