জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর। অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রোলারদের সম্পর্কে মুখ খুলেছেন জাহ্নবী। অভিনেত্রীর সাফ মন্তব্য, ট্রোলগুলি যদি খুশি কাপুর সম্পর্কে কোনও কু-মন্তব্য করে তবে 'তাঁদের পিষে দেব'।
জোয়া আখতারের সিনেমা ‘আর্চি কমিক্স’-এর বলিউড রিমেক 'দ্য আর্চিস'। এই ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করছেন সুহানা খান, খুশি কাপুর এবং অগস্ত্য নন্দা। নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি। কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের এখন ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় ছবির সংস্করণে দেখা যাবে।
আরও পড়ুন: পোল্যান্ডের ঘন জঙ্গলে ট্রেকিংয়ে জাহ্নবী, পোস্ট করলেন দুর্ধর্ষ সব ছবি
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘আমি খুব খুশি এবং রোমাঞ্চিত। আমি ওদের আউডোর শ্যুট দেখতে গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য। অনেক উদ্যমতা নিয়ে কাজ করছে ওঁরা। যা করছে মন থেকে করছে। এমন কিছু করছে যা মানুষ পছন্দ করবে। এই বাচ্চারা অনেক মেধাবী এবং অনেক পরিশ্রমী।’
অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি বোনকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি। সত্যিই কঠোর পরিশ্রম করছে। এই চরিত্রের জন্য অডিশন দিতে হয়েছে ওকে। মন থেকে এটা করতে চেয়েছিল। ওর জন্য আমি খুব খুশি। আশা করি ভালো ভাবেই করবে। ওর সম্পর্কে কেউ খারাপ বললে, আমি তাঁদের পিষে দেব। সত্যি বলছি, ঘৃণা করব।’
খুশিকে পরামর্শ দেওয়ার বিষয়ে বলতে গিয়ে, জাহ্নবী বলেন, ওর 'টিপসের দরকার নেই'। নিজের বোনকে 'ব্রিলিয়ান্ট' বলে উল্লেখ করেছেন বলি ডিভা। খুশিকে ছবিতে বেটির চরিত্রে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা 'দ্য আর্চিস'-এই ছবি।