বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Day 15: সবচেয়ে কম! ১৫তম দিনে মাত্র এই টাকা কামালো শাহরুখের ‘জওয়ান’, ১০০০ কোটির লক্ষ্য পূরণ হবে?

Jawan Box Office Day 15: সবচেয়ে কম! ১৫তম দিনে মাত্র এই টাকা কামালো শাহরুখের ‘জওয়ান’, ১০০০ কোটির লক্ষ্য পূরণ হবে?

জওয়ান ঝড়ের গতি ধীর 

Jawan Box Office Collection: জওয়ান ঝড়ের গতি খানিকটা কমলো বৃহস্পতিবার। মুক্তির পর এখনও পর্যন্ত সবচেয়ে কম টাকা আয় হল ১৫তম দিনে। তবে কি পাঠান-এর রেকর্ড ছুঁতে পারবে না এই ছবি? 

একটু একটু করে কমছে ‘জওয়ান’ ঝড়ের গতি। গত দু-সপ্তাহ ধরে বক্স অফিসে শুধু একটাই নাম শাহরুখ খান। 'মাস হিরো' হিসাবে শাহরুখের তুলনা তিনি নিজেই তা প্রমাণ করে দিয়েছেন কিং খান! চার বছর পর পাঠান-এর সঙ্গে রুপোলি পর্দায় কামব্যাক করেন শাহরুখ। তিনি প্রমাণ করে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়! গোটা বিশ্ব জুড়ে এখন শাহরুখ খানের শাসন জারি রয়েছে। ‘পাঠান’এর পর বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘জওয়ান’। আরও পড়ুন-পিছনে ফেলল বাহুবলী ২-কে! শাহরুখের ‘জওয়ান’ ঘোড়া থামবে না সহজে, ১৪ দিনের আয় কত?

শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি হওয়ার দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে অ্যাটলি পরিচালিত এই ছবি। তবে মুক্তির তৃতীয় বৃহস্পতিবারে ছবির আয়ের গতি খানিক নিম্নমুখী। sacnilk.com-এর রিপোর্ট অনুসারে ১৫ নম্বর দিনে দেশের বক্স অফিসে ৮.৮৫ কোটি টাকার ব্যবসা করে জওয়ান, যা এতদিনে সর্বনিম্ন। আয়ের নিরিখে এই অঙ্ক মোটেই কম নয়। বহু ছবি প্রথম দিনেও এই পরিমাণ ব্যবসা হাঁকাতে পারে না। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে মোট ৫২৬.৭৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর। 

বর্তমানে হিন্দি বক্স অফিসের ‘একম এবং অদ্বিতীয়ম’ রাজা শাহরুখ খান। দেশের বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করা হিন্দি ছবির তালিকায় এক ও দু নম্বরে জ্বলজ্বল করছে শাহরুখের নাম। প্রথম রয়েছে ‘পাঠান’ (৫৪৩ কোটি), আর দ্বিতীয় স্থানে 'জওয়ান' (৫২৬.৭৩ কোটি)। এই তালিকায় পাঠান-কে ছাপিয়ে যাবে জওয়ান, তা নিশ্চিত। আর মাত্র ১৬ কোটি টাকা ঝুলিতে এলেই তালিকায় এক নম্বরে উঠে আসবে ‘জওয়ান’। একই বছরে দুটো ৫০০ কোটির ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিলেন বাদশা। 

৫০০ কোটির ক্লাবের চার রত্ন*

পাঠান- ৫৪৩.০৫ কোটি টাকা

জওয়ান**- ৫২৬.৭৩ কোটি টাকা

গদর ২**- ৫২০.০০ কোটি টাকা

বাহুবলী ২- ৫১০.৯৯ কোটি টাকা (* দেশের বক্স অফিসে আয়) (**BO-এ চলতি ছবি)

বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে জওয়ান। দু-সপ্তাহে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৯০৭ .৫৪ কোটি টাকা। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড কি ভাঙতে পারবে এই ছবি? বিশেষজ্ঞদের মতে ‘পাঠান’-কে টপকে যাবে শাহরুখের জওয়ান। 

১০০০ কোটির ম্যাজিক ফিগার থেকে মাত্র ৯২ কোটি টাকা দূরে শাহরুখ খানের ‘জওয়ান’। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যাঁর দুটো ছবি (আগে পাঠান) ১০০০ কোটির ব্যবসা করতে সফল হয়েছে। শাহরুখ ছাড়া আমির খানই একমাত্র বলিউড হিরো যিনি ১০০০ কোটির ম্যাজিক ফিগার (দঙ্গল) ছুঁতে পেরেছেন। 

 

বন্ধ করুন