ক্রমশ এগিয়ে আসছে ‘জওয়ান’ মুক্তির দিন। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এরই মধ্যে ‘জওয়ান’ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন এই ছবির সম্পাদক রুবেন। জানালেন নিজের অভিজ্ঞতার কথা। শাহরুখ খান থেকে বিজয় সেথুপতির কাজের সম্পর্কে জানালেন তাঁর নিজের মতামত।
গত কয়েক দিন ধরেই এই ছবির গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ছিল। শাহরুখ নিজেই সেই পারদ কয়েক পর্দা বাড়িয়ে দিয়েছিলেন।মঙ্গলবার মুক্তি পেল ‘জওয়ান’-এর নতুন গান। এর নাম ‘তা তা থাইয়া’। জওয়ানের তা তা থাইয়ে। তার সঙ্গে পা মেলাচ্ছেন অবশ্যই ছবির হিরো। আর সঙ্গে তাল মেলাচ্ছেন তাঁর অনুরাগীরা। মুহূর্তে ভাইরাল হয়ে গেল এই গানটি। শাহরুখ ইনস্টাগ্রামে গানটির ভিডিয়ো প্রকাশের সঙ্গে সঙ্গে আসতে শুরু করল মন্তব্যের ঝড়।এরই মধ্যে হঠাৎ ছবিটিতে কাজের প্রসঙ্গে জানালেন এই ছবির সম্পাদক রুবেন। কী বলেছেন তিনি?
(আরও পড়ুন: টি শার্ট আর জ্যাকেটে ঠিক যেন কলেজ ছাত্র, তামিলে কথা বললেন শাহরুখ, দেখুন চেন্নাই-এর নানা মুহূর্ত)
রুবেনের কথায়, শাহরুখ খান ছবিটি সম্পাদনার সময়ে বলতেন, তাঁর অংশ কমিয়ে বাকিদের অংশ বেশি করে দিতে। বলিউডের সম্পর্কে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, বহু সময়েই বহু নামজাদা তারকার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি নিজের অংশ বাড়ানোর জন্য বাকিদের অংশ কেটে বাদ দেওয়ার চাপ দেন। কিন্তু এক্ষেত্রে শাহরুখ নাকি ঠিক তার উলটোটাই করেছেন। এমনই বলেছেন রুবেন। তাঁর এই কথায় আনন্দে শাহরুখ অনুরাগীরাও। তাঁদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছেন, এমনটা শুধুমাত্র কিং খানের পক্ষেই বলা সম্ভব।
(আরও পড়ুন: 'জওয়ান' আসছে, তার আগে ফের একবার মুখ ঢেকে বৈষ্ণোদেবী মন্দিরে শাহরুখ)
তবে শুধু শাহরুখ খান নন, রুবনে এর পরে বিজয় সেথুপতিরও প্রশংসা করেছেন। বলেছেন, এই ছবিতে তিনি মৃত্যু রূপে হাজির হন। আর সেটি অন্য মাত্রার ভালো অভিনয় দিয়ে। রুবেনের কথায় এই ছবি সম্পাদনার সময়ে বিজয়ের অভিনয় তাঁর রাতের ঘুম উড়িয়েছিল।
(আরও পড়ুন: জওয়ানের ‘তা তা থাইয়া’ দেখালেন শাহরুখ! ভক্তরা বলছেন, ‘আরও ৯টা দিন কাটাব কী করে’)
চেন্নাই শাহরুখের 'জওয়ান'-এর প্রি-রিলিশ অনুষ্ঠানের নানান মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এদিন পরিচালক অ্যাটলি জানান, শাহরুখকে তাঁর স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পর ঠিক কী ঘটেছিল। অ্যাটলি বলেন, ১৩ বছর আগে তিনি শাহরুখের মন্নতের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। আর ১৩ বছর পর তাঁর জন্য মন্নতের গেট খুলে গিয়েছিল, কারণ, তিনি কিং খানকে চিত্রনাট্য পড়ে শোনাতে গিয়েছিলেন। এদিন শাহরুখকে ১.২.৩.৪ গানে নাচতে দেখা যায় বাদশাকে।