আন্তর্জাতিক ফ্যাশান শোয়ে র্যাম্পে হাঁটছেন ছোট্ট যিশু কন্যা সারা। তাঁর ছবির 'উমা'কে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যিশু নন, সজিতই জানিয়েছেন, ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে সারা সেনগুপ্তের আন্তর্জাতিক ফ্যাশান শোয়ের র্যাম্পে হাঁটার কথা। উচ্ছ্বাস ধরা পড়েছেন তাঁর ফেসবুকের দেওয়ালে।
সৃজিত ইংরাজিতে যা লিখেছেন, তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘আমার ছোট্ট উমা সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়েছে। র্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে। আর ও সবাটাই করেছে তাঁর নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত গর্বিত!’ সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টে ভালোবাসা প্রকাশ করেছেন সারার মা নীলঞ্জনা সেনগুপ্তও লিখেছেন, ‘প্রশিক্ষণ শুরু হয়েছিল উমা থেকেই।’ সৃজিতের পোস্টের নিচে কমেন্ট করেছেন দেবলীনা দত্ত, অর্জুন দত্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত আরও অনেকেই।
আরও পড়ুন-‘রণবীরের সঙ্গে মেহেন্দির দিন ভীষণ বিরক্ত লাগছিল আমার’, হঠাৎ কেন এমন বললেন আলিয়া?
আরও পড়ুন-চোখের জল মুছতে মুছতে সাতপাক ঘুরছেন কার্তিক-কিয়ারা, ভিডিয়ো দেখে অবাক নেটনাগরিকরা
মুম্বই গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আয়োজিত হয় এই আন্তর্জাতিক ফ্যাশান শোয়ের। উদ্যোক্তা ইউরোপের নামী ফ্যাশান ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওর। সেখানেই হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন যিশু কন্যা সারা সেনগুপ্ত। যার বয়স মাত্র ১৮। জানা যাচ্ছে, কলকাতার সুপার মডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের কাছে কিছুদিন তালিম নিয়েছেন সারা। বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত এই ফ্যাশান শোয়ে হাজির ছিল তাবড় তাবড় বলিউড তারকারাও। ছিলেন সোনম কাপুর, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, অনন্যা পান্ডে, শ্বেতা বচ্চন নন্দা, রেখা, অর্জুন কাপুর, করিশ্মা কাপুর সহ আরও অনেকেই। সারার মতোই প্রথমবার র্যাম্পে হাঁটেন অর্জুন রামপাল কন্যা মাইরা রামপাল, তাঁর বয়স ১৭।
প্রসঙ্গত, ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা'তে প্রথমবার অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত কন্যা সারা সেনগুপ্ত। এই ছবিতেও সারার বাবা হয়েছিলেন যিশু, আর তাঁর মায়ের ভূমিকায় ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেসময়ও সারার বয়স ছিল মাত্র ১৩, সেবারও তাঁর অভিনয় প্রশংসিত হয়।