বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aaryan-Kiara Advani: চোখের জল মুছতে মুছতে সাতপাক ঘুরছেন কার্তিক-কিয়ারা, ভিডিয়ো দেখে অবাক নেটনাগরিকরা

Kartik Aaryan-Kiara Advani: চোখের জল মুছতে মুছতে সাতপাক ঘুরছেন কার্তিক-কিয়ারা, ভিডিয়ো দেখে অবাক নেটনাগরিকরা

কার্তিক-কিয়ারার সাতপাক

এই ভিডিয়োটি কার্তিক-কিয়ারার আগামী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র ভিডিয়ো। যেখানে তাঁরা একে অপরের সঙ্গে জুটি বেঁধেছেন। সেই ছবিতে একসঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে কার্তিক ও কিয়ারাকে। বিয়ের দৃশ্যও রয়েছে। সেখান থেকেই কেউ বা কারা ‘সত্যপ্রেম কি কথা’র বিয়ের দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে দেন।

কিয়ারা আডবানির সঙ্গে সাতপাক ঘুরছেন কার্তিক আরিয়ান। এমনই একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ভাবছেন কিয়ারার সঙ্গে কার্তিকের আবার সাতপাক! এও কীভাবে সম্ভব? শুধু আপনি নন, ভিডিয়ো দেখে বিস্মিত নেটপাড়ার অনেকেই। এই তো গতমাসেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রাজস্থানে ঘটা করে বিয়ে সারলেন কিয়ারা, এরপর আবার কার্তিক কোথা থেকে আসছেন? এমনই নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে।

তাহলে একটু খোলসা করেই বলা যাক। এই ভিডিয়োটি কার্তিক-কিয়ারার আগামী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র ভিডিয়ো। যেখানে তাঁরা একে অপরের সঙ্গে জুটি বেঁধেছেন। সেই ছবিতে একসঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে কার্তিক ও কিয়ারাকে। বিয়ের দৃশ্যও রয়েছে। সেখান থেকেই কেউ বা কারা ‘সত্যপ্রেম কি কথা’র বিয়ের দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে দেন।

আরও পড়ুন-রাঘব এসেছিলেন মুম্বই, এবার আপ নেতার দিল্লির বাড়িতে গেলেন পরিণীতি, বিয়ে কবে?

আরও পড়ুন-একে অপরে ডুবে রয়েছেন, জন্মদিনে ফের উঠে এল রিজওয়ান-দেবচন্দ্রিমার প্রেমের জল্পনা

কার্তিক-কিয়ারার 'সত্যপ্রেম কি কথা' ছবিটি পরিচালনা করেছেন সমীর বিদ্যানস। এখানে কার্তিক-কিয়ারা ছাড়াও রয়েছেন গজরাজ রাও এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতারা।

প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘সত্যনারায়ণ কি কথা’। কিন্তু এমন নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে, প্রচুর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় নির্মাতাদের। আর এরপরই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় 'সত্যপ্রেম কি কথা'। এর কারণ ব্যাখ্যা করে, সমীর বিদ্যানস একটি বিবৃতিতে দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, 'আমরা আমাদের ছবি 'সত্যনারায়ণ কি কথা'-র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যাতে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত হলেও কারোর অনুভূতিতে আঘাত না করে। ছবির প্রযোজক এবং সৃজনশীল দলও এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করেছেন।'

'সত্যপ্রেম কি কথা' একটি সঙ্গীত প্রেমের গল্প বলবে বলে জানা গিয়েছে। এটি ২৯শে জুন, ২০২৩-এ মুক্তি পাবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন