শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে বছরের শুরুতেই ব্লকবাস্টার উপহার দিয়েছেন জন আব্রাহাম। পাঠান ১০০০ কোটির ব্যবসা করেছে বিশ্বব্যপী। তবে পাঠানে শাহরুখ খানের সঙ্গে ধুমধারাক্কা মারপিট করা জনের একটা ভিডিয়ো সম্প্রতি কপালে ভাঁজ ফেলেছে নেটিজেনদের।
শুধু সোশ্যাল মিডিয়া নয়, পাপারাজ্জিদের নজর থেকেও নিজেকে দূরে রাখেন জন। তবে সম্প্রতি একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে অনলাইনে। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর এক ভক্তকে জন্মদিনের। টি-শার্ট আর ডেনিম পরে আছেন।
জনকে বলতে শোনা গেল, ‘ইয়াশ, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেক ভালবাসা, যত্ন নিও নিজের। একটা দুর্দান্ত দিন এবং সামনে একটি দুর্দান্ত বছর কাটুক তোমার।’
তবে এই ভিডিয়োতে জনের চেহারায় নজর আটকেছে অনেকেরই। কারণ মুখ ভরা বলিরেখা। চোখও ঢুকে গিয়েছে কোটরে। অনেকেই প্রশ্ন ছুঁড়ে দেন, ‘জন ঠিক আছে তো?’ কেউ কেউ আবার লিখে দেন, বয়স বাড়ায় স্বাভাবিকভাবেই চেহারায় বদল এসেছে। এই নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই। আরেকজনের মন্তব্য, ‘এটা খুব স্বভাবিক। বয়স, অত্যাধিক ওয়ার্কআউট, এবং ওষুধের ফলাফল।’
আরেকজন লিখলেন, ‘আসলে আমাদের মধ্যে থেকে বোটক্স ছাড়া মুখ দেখার অভ্যেসটাই চলে গেছে। কেউ স্বাভাবিক ভাবে বয়সের পথে এগোলেও লোকের সমস্যা। এই বয়সেও কিন্তু এসে নিজেকে সঠিক শেপে রেখেছেন।’
জনের কিছু ভক্ত আবার মনে করছেন কয়েক রাত হয়তো ঠিক করে ঘুমোননি জন। আর সেই কারণেই এরকম দেখাচ্ছে।
পরবর্তীতে কাজের সূত্রে জনকে দেখা যাবে তেহরান, ফোর্স ৩ এবং বেদা-তে। সঙ্গে ধুম ৪ আসার কথাও চলছে। যশরাজ ব্য়ানারে আসতে পারে এই সিনেমা।
তবে অ্যাকশন হিরোর পাশাপাশি জন কিন্তু একসময় পরিচিত ছিলেন তাঁর কমিক টাইমিংয়ের কারণেও। ওয়েলকাম ব্যাক, পগলপন্তি, দেশি বয়েজের মতো সিনেমা করেছেন তিনি। তবে এখন নাকি আর সেসবে মন নেই তাঁর। বিশেষ করে পাঠান ১০০০ কোটির ঘরে প্রবেশ করার পর থেকে।
শোনা যায়, সাজিদ খানের ‘১০০%’ ছবিতে কাজ করার কথা ছিল জনের। প্রায় চূড়ান্ত হয়ে গিয়ছিল সব কথাবার্তা। কিন্তু শেষ মুহূর্তে নাকি কমেডি ছবি করবেন না এমন কারণ দেখিয়ে বেরিয়ে আসেন। শুধু এই ছবিই নয়, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ ছবির কাজও ছেড়েছেন একই কারণ দেখিয়েই।