বাংলা নিউজ > বায়োস্কোপ > John Abraham: সারা মুখে বলিরেখা, চোখ ঢুকেছে কোটরে! জনের স্বাস্থ্য নিয়ে চিন্তায় অনুরাগীরা

John Abraham: সারা মুখে বলিরেখা, চোখ ঢুকেছে কোটরে! জনের স্বাস্থ্য নিয়ে চিন্তায় অনুরাগীরা

জনের চিন্তায় তাঁর অনুরাগীরা। 

শুধু সোশ্যাল মিডিয়া নয়, পাপারাজ্জিদের নজর থেকেও নিজেকে দূরে রাখেন জন। তবে অভিনেতার ভাইরাল হওয়া একটা ভিডিয়ো দেখে স্বাস্থ্য নিয়ে চিন্তায় অনুরাগীরা। 

শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে বছরের শুরুতেই ব্লকবাস্টার উপহার দিয়েছেন জন আব্রাহাম। পাঠান ১০০০ কোটির ব্যবসা করেছে বিশ্বব্যপী। তবে পাঠানে শাহরুখ খানের সঙ্গে ধুমধারাক্কা মারপিট করা জনের একটা ভিডিয়ো সম্প্রতি কপালে ভাঁজ ফেলেছে নেটিজেনদের।

শুধু সোশ্যাল মিডিয়া নয়, পাপারাজ্জিদের নজর থেকেও নিজেকে দূরে রাখেন জন। তবে সম্প্রতি একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে অনলাইনে। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর এক ভক্তকে জন্মদিনের। টি-শার্ট আর ডেনিম পরে আছেন।

জনকে বলতে শোনা গেল, ‘ইয়াশ, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেক ভালবাসা, যত্ন নিও নিজের। একটা দুর্দান্ত দিন এবং সামনে একটি দুর্দান্ত বছর কাটুক তোমার।’

তবে এই ভিডিয়োতে জনের চেহারায় নজর আটকেছে অনেকেরই। কারণ মুখ ভরা বলিরেখা। চোখও ঢুকে গিয়েছে কোটরে। অনেকেই প্রশ্ন ছুঁড়ে দেন, ‘জন ঠিক আছে তো?’ কেউ কেউ আবার লিখে দেন, বয়স বাড়ায় স্বাভাবিকভাবেই চেহারায় বদল এসেছে। এই নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই। আরেকজনের মন্তব্য, ‘এটা খুব স্বভাবিক। বয়স, অত্যাধিক ওয়ার্কআউট, এবং ওষুধের ফলাফল।’

আরেকজন লিখলেন, ‘আসলে আমাদের মধ্যে থেকে বোটক্স ছাড়া মুখ দেখার অভ্যেসটাই চলে গেছে। কেউ স্বাভাবিক ভাবে বয়সের পথে এগোলেও লোকের সমস্যা। এই বয়সেও কিন্তু এসে নিজেকে সঠিক শেপে রেখেছেন।’ 

জনের কিছু ভক্ত আবার মনে করছেন কয়েক রাত হয়তো ঠিক করে ঘুমোননি জন। আর সেই কারণেই এরকম দেখাচ্ছে। 

পরবর্তীতে কাজের সূত্রে জনকে দেখা যাবে তেহরান, ফোর্স ৩ এবং বেদা-তে। সঙ্গে ধুম ৪ আসার কথাও চলছে। যশরাজ ব্য়ানারে আসতে পারে এই সিনেমা। 

তবে অ্যাকশন হিরোর পাশাপাশি জন কিন্তু একসময় পরিচিত ছিলেন তাঁর কমিক টাইমিংয়ের কারণেও। ওয়েলকাম ব্যাক, পগলপন্তি, দেশি বয়েজের মতো সিনেমা করেছেন তিনি। তবে এখন নাকি আর সেসবে মন নেই তাঁর। বিশেষ করে পাঠান ১০০০ কোটির ঘরে প্রবেশ করার পর থেকে। 

শোনা যায়, সাজিদ খানের ‘১০০%’ ছবিতে কাজ করার কথা ছিল জনের। প্রায় চূড়ান্ত হয়ে গিয়ছিল সব কথাবার্তা। কিন্তু শেষ মুহূর্তে নাকি কমেডি ছবি করবেন না এমন কারণ দেখিয়ে বেরিয়ে আসেন। শুধু এই ছবিই নয়, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ ছবির কাজও ছেড়েছেন একই কারণ দেখিয়েই। 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

অনেকদিন ধরেই ভাবছিলেন! RG Karকাণ্ডে বিচার চেয়ে বাড়িতে দুর্গাপুজো শুরু মেহতাবের সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে খোঁচা! দুই বাংলার বিয়ে টিকছে না কেন? প্রশ্ন তসলিমার ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.