বাংলা নিউজ > বায়োস্কোপ > Jotugriho trailer: কোন রহস্য লুকিয়ে পাহাড়ি গ্রামে? সন্ধানে বনি! প্রকাশ্যে ‘জতুগৃহ’র ট্রেলার

Jotugriho trailer: কোন রহস্য লুকিয়ে পাহাড়ি গ্রামে? সন্ধানে বনি! প্রকাশ্যে ‘জতুগৃহ’র ট্রেলার

 প্রকাশ্যে 'জতুগৃহ'-র 'ট্রেলার

Jotugriho trailer: অন্ধকার গা ছমছমে পরিবেশ। কোন রহস্য লুকিয়ে আছে নিশাদগঞ্জ গ্রামে? প্রকাশ্যে 'জতুগৃহ'-র 'ট্রেলার। 

কুয়াশায় মোড়া পাহাড়ি গ্রাম নিশাদগঞ্জ। যেখানে পা রাখলে থমথমে পরিবেশের আঁচ মেলে। প্রতি মুহূর্তে যেন ভয়! মুক্তি পেল সপ্তার্ষ বসু পরিচালিত হরর জঁর ছবি 'জতুগৃহ'র ট্রেলার। ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে পরতে পরতে যেন রহস্য, রোমাঞ্চ,ভয়।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও নবাগতা পিয়ালি চট্টোপাধ্যায়। 'জতুগৃহ'-র প্রযোজনা করছেন রক্তিম চট্টোপাধ্যায়। এক হোটেল ম্যানেজারের চরিত্রে অভিনয় করছেন বনি। ট্রেলারে একজন চার্চ যাজকের ভূমিকায় দেখা গিয়েছে পরমব্রতকে। কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয় করছেন পায়েল, ছবিতে বনির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অংশু বাচ। 

আরও পড়ুন: বন্ধুত্ব উদযাপন অমিতাভ, বোমান, অনুপমের! প্রকাশ্যে এল ‘উঁচাই’-এর নতুন পোস্টার

বনির চোখ দিয়ে ছবির গল্পটা দেখতে পাবেন দর্শক। কালিম্পং, কার্শিয়াং- র কিছুটা ভেতর দিকে জনবসতি থেকে একটু দূরে, ঘন জঙ্গল, ছোট হোম স্টে এবং সেই সঙ্গে কলকাতায় হয়েছে ছবির শ্যুটিং। ছবির মুক্তির তারিখ এখনও নির্মাতাদের তরফ থেকে প্রকাশ করা হয়নি।

বন্ধ করুন