বাংলা নিউজ > বায়োস্কোপ > অসুস্থ কবীর সুমন, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি SSKM-এ, রয়েছেন অক্সিজেন সাপোর্টে
বড় খবর

অসুস্থ কবীর সুমন, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি SSKM-এ, রয়েছেন অক্সিজেন সাপোর্টে

অসুস্থ কবীর সুমন (ছবি-ফেসবুক)

  • করোনা পরীক্ষা করা হয়েছে কবীর সুমনের। অপেক্ষা রিপোর্টের। 

আচমকা অসুস্থ সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন বর্ষীয়ান শিল্পী। গতকাল (রবিবার) রাতে কবীর সুমনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে খবর হাসপাতাল সূত্রে। এসএসকেএম-এর মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের আওতায় চিকিৎসাধীন কবীর সুমন। 

জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তির সময় কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্টে দেওয়া হয় শিল্পীকে, এখনও অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি, দেওয়া-হচ্ছে প্রয়োজনীয় ওষুধ-পত্র। বর্ষীয়ান শিল্পী করোনা আক্রান্ত কিনা তা জানতে আরটিসিআর পরীক্ষা করা হয়েছে, তবে এখনও রিপোর্ট আসেনি। হাসপাতাল মারফত জানা গিয়েছে আজই বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে কবীর সুমনের। 

 

বন্ধ করুন