বাংলা নিউজ > বায়োস্কোপ > Kajol-Jaya: ‘মাস্ক খুলতেই হবে’, পুজো মণ্ডপে ‘রাগী’ জয়া আন্টির কাছে আবদার কাজলের, তারপর…

Kajol-Jaya: ‘মাস্ক খুলতেই হবে’, পুজো মণ্ডপে ‘রাগী’ জয়া আন্টির কাছে আবদার কাজলের, তারপর…

মুখোপাধ্যায় বাড়ির পুজোয় হাজির জয়া, তাঁকে জড়িয়ে ধরলেন কাজল (Sunil Khandare)

‘যা কিছু হোক, মাস্ক খুলতেই হবে’- ছবি তোলবার জন্য জয়ার মাস্ক খুলিয়েই দম নিলেন কাজল। ভাইরাল অনস্ক্রিন শাশুড়ি-বউমার মজাদার কথোপকথন! 

নিশি পোহালেই দশমী। মায়ের বিদায় নেওয়ার পালা। তবে নবমী নিশি যাতে না ফুরোয় সেই কামনাই সবার মনে। বাংলার পাশাপাশি আরব সাগর পারেও জমে উঠেছে দুর্গা দেবীর আরাধনা। আর মায়ানগরীর পুজো মানেই তো নর্থ বম্বে সার্বজনীন দুর্গাোৎসব যা মূলত মুখোপাধ্যায় পরিবারের পুজো নামেই পরিচিত। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সকল বাঙালি তারকাই জড়ো হন এই পুজোয়। ব্যতিক্রম নন জয়া বচ্চনও। দুর্গাপুজোয় মুম্বইতে থাকলে এই পুজো মণ্ডপে হাজির হবেন তিনি। এবারও তার অন্যথা হয়নি।

মহাষ্টমীর দিন এই পুজোমণ্ডপে মাস্কে মুখ ঢেকে হাজির অমিতাভ ঘরণী। অনস্ক্রিন শাশুড়িকে দেখেই উচ্ছ্বসিত কাজল। তবে ছবির জন্য পোজ দেওয়ার আগে আবদার করে বলেই ফেললেন, ‘আরে কী কাণ্ড! মাস্ক খুলতেই হবে তাতে যা কিছু ঘটে যাক, খোলো'। যে জয়া বচ্চনকে ছবি তোলবার কথা বলতেই ভয় পান পাপারাৎজিরা, তাঁকে অবলীলায় মাস্ক খুলিয়ে ছাড়লেন কাজল! এই কাণ্ড দেখেই অবাক নেটিজেনরা। হু হু করে ভাইরাল সেই ভিডিয়ো। এমনটা শুধু কাজলের পক্ষেই সম্ভব বলছেন অনেকে। কাজল-জয়ার খুনসুটির মুহূর্ত চুটিয়ে এনজয় করেছেন ভক্তরা।

গত দু-বছর করোনা কাঁটায় দুর্গাপুজোর জৌসুল ছিল কম। কিন্তু এবার কোভিড নিয়ম অনেক শিথিল, তাই ছবির জন্য পোজ দিতে হলে মাস্ক খুলতেই হবে এমন নিদান দিয়েই ফেললেন কাজল। আসলে এবার বাধাহীন আনন্দে মাততে চাইলেন কাজল, তাই এহেন আবদার তাঁর।

দুর্গাষ্টমীর দিন একদম বাঙালি সাজেই ধরা দিলেন জয়া। লাল-সাদা শাড়িতে ঝলমলে বর্ষীয়ান অভিনেত্রী। পিচ রঙা শাড়িতে ধরা দিলেন কাজল, অন্যদিকে সোনালি সিল্কের শাড়িতে দেখা মিলল মুখোপাধ্যায় পরিবারের অপর কন্যে রানির। সত্যিই যেন রাজরানি তিনি!

জয়ার সঙ্গে একফ্রেমে ধরা দিলেন তনুজা, তনিশা, কাজল, রানি, অয়ন মুখোপাধ্যায়, মৌনি রায়রা। অনেক নেটিজেন লিখেছেন, ‘প্রথমবার পাপারাৎজিদের ক্যামেরার সামনে জয়া বচ্চনকে এমন মন খুলে হাসতে দেখছি। বিরল দৃশ্য’। একজন লেখেন, ‘জয়া বচ্চন সবাইকে বকাবকি করেন, তবে কাজল ভালো জব্দ করেছে’। 

এই বছর ৭৫-এ পা দিল মুখোপাধ্যায় বাড়ির পুজো। তাই ধুমধাম করে চলছে সেলিব্রেশন। এই কদিন এই পুজো মণ্ডপে ঘরের মেয়ে কাজল-রানিরা। পুজোর জোগাড়ে হাত লাগানো থেকে ভোগ বিতরণ, সবকিছুতেই অংশ নেন তাঁরা। এই বছর মা দুর্গার আর্শীবাদ নিতে এই পুজোয় শামিল হয়েছিলেন হবু বাবা রণবীর কাপুরও।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.