কালী ঠাকুরকে অপমান সিনেমার পোস্টারে। আপাতত তা নিয়েই গর্জে উঠছে গোটা দেশ। নিন্দের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। পরিচালক লীনা মণিমেকালাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন তথ্যচিত্র ‘কালী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ধূমপান করছেন মা কালী। শুধু তাই নয়, পোস্টারে ব্যবহার করা হয়েছে সমকামী পতাকাও। যা নিজের হাতে ধরে আছেন কালী মা।
হিন্দু দেবীর সম্মানহানির জন্য ‘গৌ মহাসভা’র প্রধান অজয় গৌতম ইতিমধ্যে লীনার নামে দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ দায়ের হয়েছে উত্তরপ্রদেশ পুলিশেও, IPC-র একাধিক ধারা ও IT (Amendment) Act 2008-এর দুটি ধারায়।
সেই FIR -এর স্ক্রিনশট শেয়ার করে নিউজ এজেন্সি এএনআই টুইট করেছে, ‘এফআইআর হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মকে অসম্মান, ধর্মীয়ভাবাবেগে ইচ্ছে করে আঘাত দেওয়া ও শান্তি ভঙ্গ করার চেষ্টা করার অভিযোগ এনে।’
লীনা মণিমেকালাই তামিলনাড়ুর মাদুরাইয়ের মেয়ে। যদিও থাকেন কানাডার টরন্টোতে। কানাডা ফিল্ম ফেস্টিভ্যালেই মুক্তি পায় তাঁর ডকুমেন্টারি ‘কালী’। আর তার পোস্টারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লীনা লিখেছিলেন, ‘কানাডা ফিল্ম ফেস্টিভ্যালে আমার ডকুমেন্টারি মুক্তি পাওয়ায় আমি উচ্ছ্বসিত’।
নর্থ আমেরকিায় থাকা ভারতীয় হাই কমিশন ইতিমঝধ্যেই কানাডা সরকারকে অনুরোধ করেছেন টরন্টো বেস আগা খান মিউজিয়াম থেকে পোস্টারটি সরিয়ে ফেলার। তবে এসবে ভীত নয় বলেই জানিয়েছেন লীনা। একটি পৃথক টুইটে তিনি লিখেছেন, ‘আমার হারানোর কিছু নেই। যে কণ্ঠস্বর নির্ভয়ে কথা বলতে পারে, আমি সব সময় তার পক্ষে। যদি তার জন্য আমাকে জীবন দিতে হয়, আমি তা-ই দেব।’