অবিরাম বৃষ্টি আর ভূমিধসে ক্রমাগত পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে হিমাচলপ্রদেশ আর উত্তরাখণ্ডে। প্রকৃতি যেন সেখানে তাণ্ডবলীলা চালাচ্ছে। সকলের প্রিয় পর্যটন কেন্দ্র সিমলা, কুলু মানালির, দুর্যোগের ছবি দেখে আঁতকে উঠছে দেশের অন্যান্য প্রান্তের মানুষ। বন্যায় ভেসে যাচ্ছে, রাস্তাঘাট, ঘরবাড়ি, জলের তলায় তলিয়ে যাচ্ছে বড় বড় বাড়িও। শুধুমাত্র হিমাচলেই মৃতের সংখ্যা পৌঁছেছে ৭১, নিখোঁজ বহু। সিমলা সংলগ্ন গ্রীষ্মকালীন পাহাড়, ফাগলি এবং কৃষ্ণ নগর। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন পাহাড়ি কন্যে কঙ্গনা রানওয়াত।
কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হিমাচল প্রদেশের মানুষ বিরল বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন। ভারী বর্ষণ এবং বন্যা পরিস্থিতির যেন কোনও উন্নতি হচ্ছে না। পাহাড়গুলি ধসে পড়ছে। এখন কয়েকদিন ধরে কোনও বিদ্যুৎ সংযোগ নেই, জল নেই, পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে ...। আমার হৃদয় পাহাড়ের মানুষের সঙ্গেই রয়েছে... এবং আমি তাঁদের সুস্থতার জন্য কামনা করছি।’
আরও পড়ুন-Gadar 2 vs OMG 2: বক্স অফিসে একইঙ্গে সফল Gadar 2 ও OMG 2, গদরের গান গেয়ে অক্ষয় লিখলেন…
প্রসঙ্গত, PTI-এর প্রতিবেদন অনুসারে, ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট ৫৪ দিনে বৃষ্টি হয়েছে ৭৪২ মিলিমিটার। রাজ্যে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় মোট ২১৪ জন মারা গিয়েছেন এবং ৩৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। বায়ুসেনার হেলিকপ্টার, সেনাকর্মী এবং NDRF-এর সহায়তায় বন্যা কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এখনও পর্যন্ত ১৭৩১ জন নাগরিককে অন্যত্র সরাতে পেরেছে সরকার। হিমাচল প্রদেশের মুখ্যেমন্ত্রী জানিয়েছেন এই বর্ষায় যে পরিমান ক্ষতি হয়েছে, তা সামলে উঠতে ১ বছর লাগবে।
এদিকে কাজের ক্ষেত্রে কঙ্গনাকে শীঘ্রই ‘তেজস’ বিমান বাহিনীর পাইলট হিসাবে দেখা যাবে। ফিল্মটি তেজস গিল নামে একজন বিমানবাহিনীর পাইলট-এর অসাধারণ যাত্রার উপর আবর্তিত হবে। ছবিটি ২০ অক্টোবর, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷
এছাড়াও, কঙ্গনাকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ ছবিতে, যেখানে তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। এই ছবির পরিচালকও তিনি। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, বিশাক নায়ার এবং শ্রেয়াস তালপাড়ের মতো অভিনেতারা।