ছেলে আর বউমার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের বর্ষীয়ান অভিনেত্রী শ্যামলা দেবীর। কন্নড় ছবির পরিচিত নাম শ্যামলা দেবী, প্রয়াত পরিচালক সিদ্দলিঙ্গাইয়াহর স্ত্রী তিনি। এফআইআরে অভিনেত্রী জানান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছেলে আর বউমা তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছে। নিজের অভিযোগ নিয়ে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে হাজির হন অভিনেত্রী। পরে এই মামলা পাঠানো হয় বাসবনগুড়ি মহিলা পুলিশ থানায়। ৬৮ বছর বয়সী অভিনেত্রী জানিয়েছেন, ছেলের বিয়ের আগে পর্যন্ত তাঁর জীবন সুখে কাটছিল। তবে পুত্র নীতিন, স্মিতা নামের এক মহিলাকে বিয়ে করার পর থেকেই অশান্তিতে জীবন কাটাচ্ছেন তিনি। আরও পড়ুন-হলে আর আসছে না লোক, বাতিল হচ্ছে শো, কত আয় করল প্রভাস-কৃতি-সইফের আদিপুরুষ?
বি শ্যামলা দেবীর কথায়, বেঙ্গালুরুর চন্দ্র লেআউটে একটি বাড়ি কিনেছেন তিনি, তাঁর মালিকাধীন বাড়িতেই ছেলে আর বউমার সঙ্গে থাকেন তিনি। বিয়ের কিছুদিন পর থেকেই ছেলে-বউমা তাঁর উপর অকথ্য অত্যাচার শুরু করে। ওই বাড়ি তাঁদের নামে লিখে দিতে হবে, এমনটাই দাবি ছেলে-বউমার। নির্যাতন সহ্য করতে না পেরে এর আগে সিনিয়র সিটিজেন ফোরামের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী, ছেলে ও বউমা যাতে তাঁর বাড়ি খালি করে দেয়, আবেদন করেছিলেন শ্যামলা দেবীর। কিন্তু স্ত্রী অন্তঃসত্ত্বা এমনটা জানিয়ে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয় ছেলে। তাই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে কিছুদিন যেতে না যেতেই ফের শুরু হয় অত্যাচার।
অভিযোগের প্রতিলিপিতে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, অনুমতি না নিয়েই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করছে ছেলে। কারণ অন-লাইন ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ডের খুঁটিনাটি তাঁর জানা নেই। তিনি জানান, ‘আমাকে নিজের বাড়িতেই হয়রান করা হচ্ছে। আমি অনুমতি নেই রান্না ঘরে গিয়ে পছন্দের খাবার রান্না করার। বাসনপত্র পর্যন্ত ছুঁতে দেয় না। ঘর বন্ধ করে রেখে দেয়, আর সবসময় প্রার্থনা করে যাতে আমি মরে যাই। শুধু একটাই কথা ওই বাড়ি যেন আমি ওদের নামে লিখে দিই’।
ভারতীয় দণ্ডবিধির ৩২৩,৫০৪,৫০৬ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে শ্যামলা দেবীর ছেলে নীতিন ও বউমা স্মিতার বিরুদ্ধে। মামলার তদন্তে বেঙ্গালুরুর পুলিশ।