বড় খবর! কপিল শর্মা, সুনীল গ্রোভার অনুরাগীদের জন্য সুখবরও বটে। দীর্ঘ ৬ বছরের ঝগড়া মিটিয়ে ফের কাছাকাছি আসছেন কপিল-সুনীল। হ্য়াঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটনা চলেছে। দীর্ঘ দূরত্ব মিটিয়ে কপিলের শো-তে ফিরছেন সুনীল।
সম্প্রতি Netflix-এ উঠে আসা ভিডিয়োতে বড় চমক উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সুনীল গ্রোভার নেটফ্লিক্সে আসন্ন কমেডি শোতে কপিলের সঙ্গে ফের একত্রিত হচ্ছেন! আর(এবার পুরো পরিবার এক হল)। আর এই ঘোষণার পর কপিল-সুনীল অনুরাগীরা বেশ উচ্ছ্বাসিত।
খ্যাতিমান কৌতুক অভিনেতা কপিল শর্মা সম্প্রতি তাঁর বিবৃতিতে বলেছেন - 'ঘর বদলা হ্যায়, পরিবার না বদলা' কারণ নেটফ্লিক্স তার সঙ্গে একটা অংশীদারিত্ব এবং একটা কমেডি শোয়ের ঘোষণা করেছে। কপিলকে তাঁর ওজি গ্যাং অর্চনা পুরান সিং এবং অনুরাগী-প্রিয় কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠাকুরের সঙ্গে দেখা গিয়েছে। তাঁদের কমিক টাইমিং দিয়ে আমাদের অন্তরের কৌতুকরসে সুড়সুড়ি দিচ্ছেন।
আরও পড়ুন-পরম-পিয়াকে নিয়ে ট্রোলিং, হতাশ স্বস্তিকা বললেন, ‘আমার ১৫বছরের আগের প্রেমকেও টেনে আনল!’
আরও পড়ুন-শাহরুখের পর এবার রণবীর ঝড়! প্রথম দিনে 'Pathaan'কে ছাপিয়ে গেল Animal
প্রসঙ্গত, কপিল শর্মার শো-এর দৌলতে জনপ্রিয় কাল্পনিক চরিত্র গুত্তি এবং ডঃ মাশুর গুলাটি হিসাবেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন সুনীল গ্রোভার। তবে ২০১৮ সালে কপিল-সুনীলের ঝগড়া, দ্বন্দ্বের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। যে ঝগড়ার কারণে 'দ্য কপিল শর্মা শো' ছেড়ে বের হয়ে যান সুনীল। যে খবরে সকলেই চমকে গিয়েছিলেন। তবে তারপর থেকে কপিল-সুনীলের কথাবলাই একপ্রকার বন্ধ হয়ে যায়। জানা যায়, দুই অভিনেতা-কমেডিয়ান অস্ট্রেলিয়ায় একটা শো শেষ করে মুম্বই ফেরার সময় বিমানেই বচসায় জড়িয়ে পড়েছিলেন। যে খবর ছড়াতে সময় লাগেনি।
ফিরাঙ্গি'-এর ট্রেলার লঞ্চে, কপিল শর্মা তাঁর দীর্ঘদিনে কমেডিয়ান বন্ধু সুনীলের সঙ্গে নিজের দীর্ঘ লড়াই নিয়ে কথা বলেছেন। কপিল শর্মা স্বীকার করে নিয়েছেন যে অস্ট্রেলিয়ায় যে অনুষ্ঠানটি হচ্ছিল তার কারণে তিনি অনেক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এছাড়াও ফিরাঙ্গির একজন সহশিল্পীর মৃত্যু তাঁর মানসিক চাপকে দ্বিগুণ করে তোলে।
কপিল এক সাক্ষাৎকারে বলেন, 'আমি কখনওই সুনীলের সঙ্গে ঝগড়া করিনি, আমি ইন্ডাস্ট্রির সেরা লোকদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। যখন আমি কমেডি সার্কাসে কাজ শুরু করেছিলাম তখনও আমি নির্মাতাদের সুনীলকে বোর্ডে নিতে বলেছিলাম। শেখেন।