বাংলা নিউজ > বায়োস্কোপ > Kapil Sharma: ফোটোশ্যুটে কামাল করা লুকে সামনে এলেন কপিল, যত্ন করে সাজিয়েছে এক বিশেষ মানুষ

Kapil Sharma: ফোটোশ্যুটে কামাল করা লুকে সামনে এলেন কপিল, যত্ন করে সাজিয়েছে এক বিশেষ মানুষ

কপিলের নয়া লুক। 

কপিল শর্মার হ্যান্ডসাম লুক মন কেড়ে নিয়েছে তাঁর ভক্তদের। দেখে নিন ফোটোগুলি। 

দিনদিন দেখতে বেশ হ্যান্ডসাম হচ্ছেন কপিল শর্মা, অন্তত কমেডিয়ানের ভক্তরা তো তাই মনে করছেন। বৃহস্পতিবার নিজের আউটডোর ফোটোশ্যুটের কিছু ছবি শেয়ার করে নিলেন তিনি। জানালেন, এক বিশেষ মানুষের হাতের ছোঁয়াতেই এত সুন্দর লুক তাঁর!

ছবিতে বেইজ রঙের হুডিতে দেখা গেল কপিলকে। সঙ্গে সাদা টি শার্ট। সঙ্গে কালো প্যান্ট। দিনকয়েক আগেই ওজন কমিয়েছেন কপিল। নজর টানছে কপিলের সানগ্লাস আর ঘড়িও। প্রথম ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেল তাঁকে, পরের ছবিতে ক্যামেরার থেকে দূরে তাকিয়ে দিয়েছেন কুল পোজ। 

ছবি শেয়ার করে কপিল লিখলেন, ‘ওয়ার্ক মোড’। হ্যাশট্যাগে জুড়ে দিলেন ‘দ্য কপিল শর্মা শো’, ‘শ্যুট’ আর ‘গ্র্যাটিটিউড’। ও বলে রাখি কে সাজিয়েছে তাঁকে সেটাও উল্লেখ করে দিয়েছেন কপিল। লিখেছেন, ‘Style by:- @ginnichatrath’। মানে গিন্নিই যত্ন নিয়ে সাজিয়েছেন বরকে। 

২০১৮ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন গিন্নি আর কপিল। ২০১৯ সালের ডিসেম্বরে আসে তাঁদের প্রথম সন্তান মেয়ে আনাইরা। ২০২১ সালে ফের মা হন কপিল-পত্নী, এবার আসে ফুটফুটে রাজপুত্র, কপিল নাম রাখেন তৃষাণ।

কপিল নিজেই জানিয়েছিলেন, গিন্নির সঙ্গে তাঁর প্রথম দেখা কলেজে। তিনি সেইসময় ২৪, গিন্নি ১৯। টাকার জন্য নাটকের পরিচালনা করতেন। বহুবার বাড়ি থেকে কপিলের জন্য রান্না করে আনতেন গিন্নি। এরপর জন্য কেরিয়ার গড়তে মুম্বই আসেন তখনও পাশে পেয়েছেন স্ত্রীকে। এরপর যখন বুঝতে পারেন তাঁরা একে-অপরের পরিপূরক, তখন বিয়ে করে নেন। 

 

বন্ধ করুন