শোনা যায়, করণ জোহরের সঙ্গে আসলেই প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কটা নাকি মোটেও ভালো নয়। এসময় প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার কারণও নাকি ছিলেন করণ। চলতি বছরের শুরুতেই মার্কিন মুলুকে এক সাক্ষাৎকারে বলিউডের রাজনীতি, সেখানকার কিছু মানুষের সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। আর এবার টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিয়াঙ্কাকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল করণ জোহরকে।
হলিউডে প্রিয়াঙ্কার কেরিয়ার গড়া, নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয়ে প্রশ্ন করা হয় করণ জোহরকে। আর এমন কথায় ঠিক কী জবাব দিয়েছেন করণ জোহর?
'ET কানাডা'কে দেওয়া সাক্ষাৎকারে করণ বলেন, ‘প্রিয়াঙ্কা যেভাবে একটার পর একটা ধাপ পার করে সাফল্যের মুখোমুখি হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তা দেখে ভালো লাগে। যে কোনও মাধ্যমে ও যেভাবে কাজ করছে, যেভাবে প্রতিনিধিত্ব করছে, সফল হচ্ছে, তা এককথায় অসাধারণ!’
আরও পড়ুন-একফ্রেমে উত্তমকুমার-সৌমিত্র, তপন সিনহার ‘ঝিন্দের বন্দী’র রিমেক করছেন অরিন্দম শীল?
আরও পড়ুন-'ওঁরা ভাবেন আমি বুড়ো হয়ে গিয়েছি', ওয়েলকাম-৩তে ডাক না পাওয়া নিয়ে আক্ষেপ নানা-র!
প্রসঙ্গত, ২০০৮ সালে করণ জোহর প্রযোজিত 'দোস্তানা' ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরবর্তী সময় করণের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের অবনতি হওয়ার কথা শোনা যায়। চলতি বছরের শুরুতে ডাক্স শেফার্ডের পডকাস্ট আর্ম চেয়ার এক্সপার্টের একটি নতুন পর্বে প্রিয়াঙ্কা কারও নাম না করেই বলেন তিনি বলিউডের রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিছু মানুষের সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েন। তাঁকে একপ্রকার বলিউড থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর তাই তিনি হলিউডে গিয়ে নতুন করে নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করেন। একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, নিক জোনাসের সঙ্গে যখন তাঁর দেখা হয় তখন নাকি তিনি একটি অস্বাস্থ্যকর সম্পর্কে ছিলেন। যদিও বলিউডে ঠিক কাদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছিল? কার সঙ্গে অস্বাস্থ্যকর সম্পর্কে জড়িয়েছিলেন, এসব কোনও বিষয়েই কারোর নাম নেননি প্রিয়াঙ্কা চোপড়া।
তবে শোনা যায় কিং খানের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই নাকি গৌরী খানের কোপের মুখে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। গৌরীর ঘনিষ্ঠ বন্ধু করণই তাই নাকি প্রিয়াঙ্কাকে বি-টাউনে কোণঠাসা করে ফেলেছিলেন। আর তাই একদিন বলিউড ছাড়েন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এবিষয়ে কারোর নাম না নিলেও তাঁর মুখ খোলার পর বি-টাউনের এই 'ওপেন সিক্রেট' বিষয়টি খোলসা করেছিলেন কঙ্গনা রানাওয়াত।