ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন করণ জোহর। সেখানে এসেই তিনি এ মেরে ওয়াতানের পোস্টার প্রকাশ্যে আনলেন। আর একই সঙ্গে এদিন তিনি জানান এখন তাঁর লক্ষ্য একটাই, সারা আলি খানের জন্য একজন ভালো ছেলে খুঁজে বের করা। অর্থাৎ তিনি আরও একবার বলিউডের আরও একজন তারকার ঘটকালি করতে চলেছেন যে সেটা স্পষ্ট।
সারার বিয়ে দেবেন করণ?
গোয়ায় শুরু হয়ে গিয়েছে ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে এসে তিনি খোলাখুলি ভাবেই জানান ঘটক সীমা টাপারিয়ার মতো স্বভাব আছে তাঁর খানিকটা। বা সেই পঞ্জাবি মহিলাগুলোর মতো যাঁরা লোকজনের ঘটকালি করে থাকেন। আর সেই ঘটকালি কাণ্ডে এবার তার পরবর্তী লক্ষ্য হলেন সইফ আলি খানের কন্যা সারা।
আরও পড়ুন: 'ওরা ইসলাম ধর্মের বলেই...' মুসলিম বলেই ভারতের পরাজয়ে খুশি বাংলাদেশিরা? বিস্ফোরক দাবি তসলিমার
আরও পড়ুন: ২৫০ কোটি থেকে সামান্যই দূরে, দশম দিনে বক্স অফিসে কত আয় করল সলমনের টাইগার ৩?
করণ জোহর এদিন দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান সেখানে উপস্থিত থাকা মহিলারা যেন সাপোর্টিভ এবং পজিটিভ পার্টনার পান। এই ধরনের ছেলেদের তিনি আবার গ্রিন ফ্ল্যাগ পুরুষ বলেও আখ্যা দেন, অর্থাৎ ভালো ছেলে।
এদিন করণ সেখানে এসে বলেন, 'আমার কফি উইথ করণে এসে যে যা চান বা বলেন সেটা পূরণ হয়। এরপর তিনি সারার দিকে ঘুরে তাঁকে জিজ্ঞেস করেন যে সেটা ঠিক কিনা।' করণের এই প্রশ্ন শুনে প্রথমে ঘাবড়ে গেলেও পরে তিনি সজোরে হেসে ওঠেন কারণ কিছুদিন আগেই সারা তাঁর কফি উইথ করণ শোতে এসেছিলেন।
প্রসঙ্গত এর আগে সারা আলি খান একাধিক সম্পর্কে ছিলেন। কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু সেটা টেকেনি। এছাড়া প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।
সারা আলি খানের আগামী প্রজেক্ট
অভিনেত্রীকে আগামীতে এ মেরে ওয়াতান ছবিতে দেখা যাবে। করণ সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার ইতিমধ্যেই শেয়ার করেছেন। এখানে একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে সারাকে।