বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar-Katrina Kaif: নাম না করে আক্রমণ, ক্যাটরিনা-করণের সম্পর্কে কি ফাটল ধরল?

Karan Johar-Katrina Kaif: নাম না করে আক্রমণ, ক্যাটরিনা-করণের সম্পর্কে কি ফাটল ধরল?

করণ-ক্যাটরিনা

করণ নাম না করে পোস্ট করলেও বুঝে নিতে অসুবিধা হয় না যে মেরি ক্রিসমাসের টিমের উদ্দেশ্যেই এই কথাগুলি শুনিয়েছেন করণ জোহর। নাম না করে থ্রেড অ্যাপে বোমা ফাটিয়েছেন করণ। তাঁর কথায়, একটা ফোন করে জানানোর সৌজন্যটুকু নেই। একই দিনে দুটি ছবির মুক্তি নির্মাতা ও প্রযোজকদের জন্য কতটা লাভজনক জানি না!' 

১৬ জুলাই ক্যাটরিনা কাইফের জন্মদিন। আর নিজেরই জন্মদিন উদযাপনেই স্বামী ভিকি কৌশলের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন ক্যাট। তাঁর জন্মদিনেই ছবির নির্মাতারা 'ক্রিসমাস' মুক্তির দিন ঘোষণা করেছেন। আর তাতেই চটেছেন করণ জোহর। ক্যাটরিনা কাইফ ও তাঁর 'মেরি ক্রিসমাস'-এর টিমকে ইঙ্গিত করেই বেশ কড়া কথা শোনালেন করণ।

করণ নাম না করে পোস্ট করলেও বুঝে নিতে অসুবিধা হয় না যে মেরি ক্রিসমাসের টিমের উদ্দেশ্যেই এই কথাগুলি শুনিয়েছেন করণ জোহর। নাম না করে থ্রেড অ্যাপে বোমা ফাটিয়েছেন করণ। তাঁর কথায়, একটা ফোন করে জানানোর সৌজন্যটুকু নেই। একই দিনে দুটি ছবির মুক্তি নির্মাতা ও প্রযোজকদের জন্য কতটা লাভজনক জানি না!' করণের কথায়, ‘একে তো বক্স অফিসের এই হাল তার উপর একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা না করলে মুশকিল!’

আরও পড়ুন-তীব্র গালিগালাজ, রাস্তায় ফেলে পেটানো হল, হাসপাতালে হিরো আলম

আরও পড়ুন-'কেউ ইমেল, মেসেজ করলে বিশ্বাস করবেন না', কী নিয়ে সতর্ক করলেন সলমন?

আরও পড়ুন-সত্যজিৎ রায়ের 'নায়ক'-এর রিমেক? উত্তম কুমারের ভূমিকায় দেব!

প্রঙ্গত, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস'-এর মুক্তির দিন আাগামী ১৫ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। আর ওই দিনেই মুক্তি পাচ্ছে করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবি 'যোধা' যে ছবিতে রয়েছেন দ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি এবং রাশি খান্না। অন্যদিকে ‘ক্রিসমাস’ শ্রীরাম রাঘবন পরিচালিত একটি ডার্ক কমেডি থ্রিলার। 

এদিকে করণ যখন ক্রিসমাসের নির্মাতাদের একহাত নিয়েছেন। তখন নেটনাগরিকরা তাঁর কৃতকর্মের কথা মনে করিয়ে দেন। নেটনাগরিকরা লিখেছেন, 'আপনি ভুলছেন কী করে অজয় দেবগনের 'শিবায়'-এর সঙ্গে একই দিনে আপনিও ছবি রিলিজ করেছিলেন।' কারোর কথায়, 'শাহরুখের 'জিরো' মুক্তি পাওয়ার একসপ্তাহের মধ্যে ‘সিম্বা’ রিলিজ করেছেন। বক্স অফিসে এই টক্কর তো সাধারণ বিষয়।' কিন্তু প্রশ্ন উঠছে 'ক্রিসমাস' ও 'যোধা'র মুক্তির দিন নিয়ে টক্করের কারণে কি করণ-ক্যাটরিনার সম্পর্কের অবনতি ঘটবে!

প্রসঙ্গত, কামাল আর খান প্রথমে টুইট করেছিলেন করণ জোহর 'শিবায়'-এর ব্যবসা নষ্ট করতে ইচ্ছা করেই একই দিনে ছবি মুক্তি দিয়েছেন। যার প্রতিক্রিয়ায় কাজল লিখেছিলেন, ‘শকিং’। পরে করণ আবার তাঁর বইতে স্বাকীর করেন, একটা টুইট তাঁর আর কাজলের ২৫ বছরের সু-সম্পর্ক নষ্ট করে দেয়। যদিও পরে তাঁদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। 

বন্ধ করুন