সলমন খানের প্রযোজনা সংস্থার জন্য অভিনেতা খোঁজা হচ্ছে! সলমন নিজেই নাকি অভিনেতা-অভিনেত্রীদের বেছে নেবেন! এমনই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাতায়। এর পরই সলমন খান'স ফিল্মস-এ অভিনয় করতে চেয়ে অনেকেই প্রযোজনা সংস্থার বিভিন্ন নম্বরে ফোন করতে শুরু করেন। খবরটি কানে যেতেই পদক্ষেপ করলেন সলমন খান।
সলমন নিজের সোশ্যল মিডিয়া হ্যান্ডেলের হাত ধরেই সাফ জানিয়েছেন তাঁর প্রযোজনা সংস্থা এই মুহূর্তে কোনও ছবি বানাচ্ছে না। কোনও অভিনেতা-অভিনেত্রী নেওয়া হচ্ছে না। ঠিক কী লেখা হয়েছে?
সলমন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এটি স্পষ্ট করে জানানো হচ্ছে মিস্টার সলমন খান বা সলমন খান’স ফিল্মস বর্তমানে কোনও ছবি তৈরি করছে না, ছবির জন্য কাস্টিংও করা হচ্ছে না। আমরা আমাদের আগামী কোনো ছবির জন্যও কোনও কাস্টিং এজেন্ট নিয়োগ করিনি। এই উদ্দেশ্যে যদি কোনো ইমেল বা বার্তা পেয়ে থাকেন, তাহলে দয়া করে বিশ্বাস করবেন না। দয়া করে. যদি কেউ মিথ্যাভাবে মিস্টার খান বা এসকেএফ-এর নাম ব্যবহার করে কোনও অঅনুমোদিত কাজ করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পড়ুন-হোটেলে ডেকে, আমার পানীয়তে মাদক মিশিয়ে দেন এক পরিচালক' বিস্ফোরক রতন রাজপুত
আরও পড়ুন-তীব্র গালিগালাজ, রাস্তায় ফেলে পেটানো হল, হাসপাতালে হিরো আলম
প্রসঙ্গত, সালমান খান ২০১১ সালে তাঁর প্রযোজনা ও ডিস্টিবিউটর সংস্থা সলমন খান'স ফিল্মসপ্রতিষ্ঠা করেন। যে সংস্থার একটি অংশ হিসাবে রয়েছেন সলমনের মা সালমা খান। সালমা খান বলেছিলেন, ছবিত্র প্রযোজনা থেকে যে অর্থ পাওয়া যাবে, তা তাঁদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’কে দান করা হবে। সলমনের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ছিল নির্মিত ‘চিল্লার পার্টি’, যেটি পরিচালনা করেছিলেন নীতেশ তিওয়ারি এবং বিকাশ বহল। পরে ‘বজরঙ্গি ভাইজান’, হিরো', ‘টিউবলাইট’, ‘রেস 3’, ‘লাভযাত্রী’, ‘নোটবুক’, ‘ভারত’, ‘কাগজ’, ‘দাবাং 3’, ‘রাধে: ইউ মোস্ট ওয়ান্টেড ভাটই এবং ’অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ' সহ বেশ কয়েকটি ছবির সঙ্গে যুক্ত ছিল সলমনের প্রযোজনা সংস্থা। সলমন খানের প্রযোজনা সংস্থার শেষ ছবি হল ‘কিসি কা ভাই কিসি কি জান’।
এদিকে সলমন খান এই মুহূর্তে 'টাইগার-থ্রি' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।