Kareena Kapoor: সন্তানহারা 'জ্যাস' করিনা করবেন শিশু খুনের কিনারা, কী ঘটবে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ?
Updated: 16 Oct 2023, 08:52 PM IST Ranita Goswami 16 Oct 2023 Bollywood, Entertainment, Kareena Kapoor, Hansal Mehta, The Buckingham Murders, করিনা কাপুর খান, দ্য বাকিংহাম মার্ডারসএই ছবিতে নিজের সন্তানকে হারিয়েছেন এই গোয়েন্দা, এবার তাঁরই কাঁধে ১০ বছরের এক খুদের খুনের কিনারা করার দায়িত্ব। গোটা ঘটনার প্রেক্ষাপট ইংল্যান্ডের বাকিংহামশায়ার।
পরবর্তী ফটো গ্যালারি