বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aryan-Filmfare: ‘আমি তো ভাবলাম শাহরুখ!’, কার্তিককে দেখতে ফিল্মফেয়ারে হুড়োহুড়ি, ভাঙল ব্যারিকেড

Kartik Aryan-Filmfare: ‘আমি তো ভাবলাম শাহরুখ!’, কার্তিককে দেখতে ফিল্মফেয়ারে হুড়োহুড়ি, ভাঙল ব্যারিকেড

ফিল্মফেয়ারে কার্তিককে দেখে ব্যারিকেড ভাঙল জনতা। 

ঘটনাটি ঘটে যখন তিনি ইভেন্টে প্রবেশ করেছিলেন কার্তিক আরিয়ান। মুখে বিরক্তি ও চিন্তা, যাতে কেউ আহত না হয়। ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা ভিড় সামলাতে ছুটে যায় তারপর। দেখুন ভিডিয়োতে-

রবিবার গুজরাটে জমে উঠেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অুষ্ঠান। তবে সেখানেই ঘটে যায় একটি অনভিপ্রেত ঘটনা। কার্তিক আরিয়ানকে দেখতে, হাত মেলাতে এতটাই উত্তেজিত হয়ে পড়ে জনতা যে, ভেঙে যায় ব্যারিকেড। হুমড়ি খেয়ে পড়ে যায়, সামনের সারিতে দাঁড়িয়ে থাকা মানুষজন। গোটা ঘটনায় রীতিমতো বিরক্ত হন অভিনেতা সেটা তাঁর মুখ দেখে স্পষ্ট।

ঘটনাটি ঘটেছিল যখন তিনি ইভেন্টে প্রবেশ করেছিলেন এবং তার কিছু ভক্তদের সঙ্গে হাত মেলানোর জন্য সংক্ষিপ্তভাবে বিরতি নিয়েছিলেন। এই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, অ্যাওয়ার্ড শো-তে ঢুকতে যাচ্ছিলেন কার্তিক। তাঁর এক ঝলক দেখার জন্য ভক্তরা প্রচুর সংখ্যায় জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাঁদের দিকে হাত নাড়েন এবং এমনকী তাদের অভিবাদনও জানাতে যান। তিনি যখন ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে থাকা একদল ভক্তের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই জনতা তাকে অভিবাদন জানাতে গিয়ে ব্যারিকেড ভেঙে দেয়। কার্তিক তাড়াতাড়ি নিজেকে বাঁচাতে এক পা পিছিয়ে যান।

কার্তিক আরিয়ান হতবাক হয়ে দেখছিলেন পরিস্থিতি। মুখে বিরক্তি ও চিন্তা, যাতে কেউ আহত না হয়। ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা ভিড় সামলাতে ছুটে যান। তবে দেখা যায় রাস্তার আরেকধারের ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কিন্তু একইভাবে চালিয়ে যাচ্ছেন ‘কার্তিক-কার্তিক’ চিৎকার।

কার্তিকের এই পোস্টে নানা ধরনের কমেন্ট পড়েছে। একজন লেখেন, ‘কার্তিকেরও এত ফ্যান! আমি প্রথমে ভাবলাম এসআরকে’। আরেকজন লেখেন, ‘সেলফ-মেড অভিনেতা। আলাদাই চার্ম।’ তৃতীয়জনের মন্তব্য, ‘কার্তিক ফিভার অন ফুল মুড। ওয়াও।’

ফিল্মফেয়ার ২০২৪-এ বসেছিল তারকাদের মেলা। ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, করণ জোহর, করিনা কাপুর, তৃপ্তি দিমরি, জাহ্নবী কাপুর, সারা আলি খান, হারনাজ সান্ধু, করিশ্মা কাপুর, বরুণ ধাওয়ান, এশা গুপ্তা, ফরদিন খান, ম্রুণাল ঠাকুর, করণ জোহর, সায়ামি খের, রাজকুমার রাও, নার্গিস ফাখরি, তেজস্বী প্রকাশ, অরি প্রমুখ।

কাজের সূত্রে, কার্তিক আরিয়ানকে এরপর চান্দু চ্যাম্পিয়ন-এ দেখা যাবে। প্রজাতন্ত্র দিবসে ছবির একটি নতুন লুক উন্মোচন করে তিনি লেখেন, ‘চ্যাম্পিয়ন হওয়া প্রত্যেক ভারতীয়র রক্তে... জয় হিন্দ। শুভ প্রজাতন্ত্র দিবস…’  । কবির খান পরিচালিত, চান্দু চ্যাম্পিয়ন একজন ক্রীড়াবিদের অসাধারণ বাস্তব জীবনের গল্প এবং কখনও হাল না ছাড়ার মনোভাবের উপর ভিত্তি করে তৈরি। আগামী ১৪ জুন মুক্তি পাবে ছবিটি। এছাড়াও করণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং একতা কাপুরের বালাজি টেলিফিল্মস লিমিটেড প্রযোজিত একটি নাম ঠিক না হওয়া ছবিতেও রয়েছেন তিনি। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.