পেশায় স্কুল শিক্ষিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা। তামিলনাড়ুর মাদুরাই মাউন্টেন ভিউ স্কুলের শিক্ষিকা তিনি। সেই স্কুলের ছাত্রীদের সঙ্গে সম্প্রতি দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা। স্পিকারে বাজছে 'আরাবিক কুঠু'র ভাইরাল গান। সেই গানের তালে তালে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে নাচছেন এই বলি ডিভা।
সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে কেরালার স্কুল ছাত্রীদের সঙ্গে ক্যাটরিনার সেই নাচের ভিডিয়ো। একেবারে নো-মেকআপ লুকে খুব সাধারণ কুর্তি পরে দেখা গিয়েছে বলিউড সুন্দরীকে। ক্যাটরিনার অপর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে স্কুলের কর্মীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: পাঠানে টাইগারের ক্যামিও লিক? ভক্তদের ধারণা এই ছবি সলমন-শাহরুখের!
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিলিফ প্রজেক্ট ইন্ডিয়ার একটি অংশ এই স্কুল। ক্যাটরিনা কাইফ এবং তাঁর মা সুজানা টার্কুট এই স্কুলের সঙ্গে যুক্ত। এই স্কুলের ছাত্রছাত্রীদের দীর্ঘদিন পড়িয়েছেন ক্যাটরিনার না সুজনা টার্কুট। ২০২০ সালেও এই স্কুলের একটি বাড়ি নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করে ক্যাটরিনা।
নেটিজেন ক্যাটরিনার এই ভিডিয়ো দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, 'ভীষণই মিষ্টি'। কারও মন্তব্য, 'উনি যখন নাচছিলেন, সেটা দেখার মতো দৃশ্য', কারোর কথায়, 'ভীষণই সুন্দর মানুষ'। আরও পড়ুন: সানির নামে ‘ভুয়ো’ প্রচার, থাইল্যান্ডের এই ইভেন্ট শো নিয়ে সতর্ক করলেন নায়িকা
ক্যাটরিনাকে শীঘ্রই সলমন খানের বিপরীতে ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা যাবে। অভিনেত্রী বর্তমানে শ্রীরাম রাঘবনের 'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিংয়েও ব্যস্ত। এই ছবির মাধ্যমে তিনি প্রথমবার বিজয় সেতুপতির সঙ্গে কাজ করবেন। তাঁর হাতে 'ফোন ভূত'ও রয়েছে। এই ছবি আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে। ক্যাটরিনার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী। তিনি ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ ছবিতেও অভিনয় করবেন। আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়াও থাকবেন এই ছবিতে।