বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC-14: 'তখন অল্প বয়স ছিল, পেরেছি, এই বুড়ো বয়সে আর পারব না', হঠাৎ কেন বললেন Big B অমিতাভ

KBC-14: 'তখন অল্প বয়স ছিল, পেরেছি, এই বুড়ো বয়সে আর পারব না', হঠাৎ কেন বললেন Big B অমিতাভ

অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি

নিজের স্কুল জীবনে ফিরে যান অমিতাভ বচ্চনও। নৈনিতালের শেরউড স্কুলে পড়াশোনা করেছেন তিনি। স্কুলে পড়ার সময় তিনি হস্টেলে থাকতেন। তাঁদের সেই স্কুলও পাহাড়ে ছিল, তিনিও স্কুলের খেলায় মাঠে নামার জন্য প্রথমে পাহাড়ে চড়তেন। অমিতাভ মজা করে বলেন, ‘তখন অল্প বয়স ছিল, তাই সম্ভব হয়েছে, এখন বুড়ো বয়স, পারব না।’

চলছে কৌন বনেগা ক্রোড়পতি-১৫ (KBC-15)। আর সেখানেই Big B-র সামনে প্রতিযোগী হয়ে হাজির হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগী। তাঁদের সঙ্গে কথায় কথায় ফাঁস হচ্ছে অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবনের নানান কথা। সম্প্রতি, KBC-15তে অমিতাভের সামনে প্রতিযোগী হয়ে হাজির হয়েছিলেন উত্তরকাশীর (উত্তরাখণ্ড) ললিত নারায়ণ ব্যাস। যদিও কর্মসূত্রে তিনি থাকেন চণ্ডীগড়ে। 

ললিত অমিতাভকে জানান, চণ্ডীগড়ে থাকলেও তাঁর সেখানে থাকতে ভালো লাগে না। তিনি নিজের হোমটাউন উত্তরকাশীকে ভীষণভাবে ‘মিস’ করেন। এমন কথায় অমিতাভ তাঁকে বলেন, তাঁর কখনওই এধরনের কথা বলা উচিত নয়, তাহলে চণ্ডীগড়ের লোকজন তাঁর উপর রেগে যাবেন। উত্তরে ললিত জানান, কারোর পক্ষেই নিজের জন্মস্থান ভোলা সম্ভব নয়, সেখানকার প্রতি টান থাকবেই। ললিত তাঁকে জানান, তাঁর বাবা পেশায় পুরোহিত, এবং KBC-র ভক্ত। 

আরও পড়ুন-'বাচ্চাদের সঙ্গে এটা করবেন না…', দুই ছেলেমেয়ের সঙ্গে এটা ঘটতেই 'ফোঁস' করে উঠলেন শাহিদ কাপুর

ললিত জানান, তিনি বি-এড করেছেন, আর উত্তরাখণ্ডে চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কারণ নিজের জন্মস্থানেই থাকতে চান। ললিত নিজের ইচ্ছার কথা প্রকাশ করে বলেন, উত্তরাখণ্ডের স্কুলের পরিকাঠামো খুব খারাপ, তিনি চান এই পরিকাঠানো, ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে। তিনিও যখন স্কুলে পড়াশোনা করেছেন, তখন তাঁকে অনেক কষ্ট করে স্কুলে পৌঁছতে হত, প্রায় ৪ কিলোমিটার দূরে স্কুল ছিল। শীতকালে সকাল ৯টা থেকে ৪ পর্যন্ত স্কুল হত, সেসময় স্কুলে পৌঁছানো, বাড়ি ফেরা তাঁর কাছে ভীষণ কঠিন হয়ে উঠত। স্কুলের পর বাড়ি পৌঁছতে রাত ৮টা বেজে যেত। ভারী ব্যাগ নিয়ে এতটা যাতায়াত মোটেও সহজ ছিল না। ললিত চান পরিস্থিতি পরিবর্তন হোক, বাচ্চাদের বাড়ির কাছে স্কুল হোক।

ললিত নারায়ণ ব্যাসের কথা শুনে নিজের স্কুল জীবনে ফিরে যান অমিতাভ বচ্চনও। কারণ, তাঁর পড়াশোনাও উত্তরাখণ্ডে। নৈনিতালের শেরউড স্কুলে পড়াশোনা করেছেন তিনি।  স্কুলে পড়ার সময় তিনি হস্টেলে থাকতেন। তাঁদের সেই স্কুলও পাহাড়ে ছিল, তিনিও স্কুলের খেলায় মাঠে নামার জন্য প্রথমে পাহাড়ে চড়তেন। অমিতাভ বচ্চন মজা করে বলেন, ‘তখন অল্প বয়স ছিল, তাই সম্ভব হয়েছে, এখন বুড়ো বয়সে পারব না।’

প্রসঙ্গত ১২ লক্ষ ৫০ হাজার টাকা জিতে বাড়ি ফিরে যান ললিত নারায়ণ ব্যাস। 

বায়োস্কোপ খবর

Latest News

৯ বছর পরে এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল UAE মমতা - অভিষেককে ‘মা - ব্যাটা’ বলে আক্রমণ শুভেন্দুর, বললেন আবার হারাব 'আমিই কেন?' শরীরে থাবা বসিয়েছিল ক্যানসার! রোগের কথা জেনে কী মনে হয়েছিল সোনালির চাক দুমদুম গানে নস্ট্যালজিক, পর্দায় আরও একবার একসঙ্গে ফিরছেন মাধুরী-করিশ্মা নজরে মহিলা ভোট,এবার সৃজনের মুখে লক্ষ্মীর ভাণ্ডার, অনির্বাণের জোর‘আত্মনির্ভরতায়’ 'আমি এখনও বার কাউন্সিলের সদস্য!…ওরা চাকরিখেকো বাঘ…' ২৬০০০ বাতিল নিয়ে তোপ মমতার পরপর ৪টি গাড়ির ধাক্কা, লরির নিচে চাপা পড়ে আহত ১৬, পৃথক দুর্ঘটনায় মৃত ১ মেষে আজ শুক্রের অস্ত যাওয়ায় ৩ রাশির বাড়বে রোজগার, ঘুচবে অভাব, কর্মে হবে উন্নতি ‘শাহরুখের হাতে যিনি তাবিজ বেঁধে দেন, ও আসলে আমার দিদি নিখাত’, পরিচয় করালেন আমির বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর

Latest IPL News

বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি ইডেনে নাইট বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব কিংসের ক্রিকেটারদের- ভিডিয়ো সবটাই TRP পাওয়ার জন্য… কোহলির সঙ্গে নিজের খারাপ সম্পর্ক নিয়ে কী বললেন গম্ভীর? ‘ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে’,সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.