টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। বহু বছর ধরে চলছে এই শো। রিয়ালিটি শো হোস্ট করছেন অমিতাভ বচ্চন। প্রশ্ন জিজ্ঞাসা করা এবং জিজ্ঞাসা করা প্রশ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞান দেওয়া ছাড়াও, বিগ বি অনেক আকর্ষণীয় জিনিস শেয়ার করেন এই মঞ্চে। বিগ বি তাঁর পরিবারের সদস্য অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, জয়া বচ্চন, আরাধ্যা বচ্চন, শ্বেতা বচ্চন এবং অন্যান্যদের সম্পর্কে অনেক কথা বলেন।
জীবনের মজার অনেক গল্প সম্পর্কেও কথা বলেন বিগ বি। জয়া বচ্চনের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে অনেক কিছু শেয়ার করেছেন অমিতাভ। বর্তমানে, বাচ্চাদের নিয়ে স্পেশাল এপিসোড চলছে। হরিয়ানার মায়াঙ্ক মাত্র ১২ বছর বয়সে এই সিজনে সবার আগে ১ কোটি টাকা জিতেছে। আরও পড়ুন: বিয়ে করলেন সঞ্জয় লীলা বনসালির ভাগ্নি শারমিন, পাত্রটি কে? কী করেন তিনি
মায়াঙ্ক তাঁর ছোট উচ্চতা প্রসঙ্গে
হট সিটে বসে কুইজ শুরু হলে মায়াঙ্ক জানিয়েছেন, সে অষ্টম শ্রেণীতে পড়ে এবং তাঁর বাবা দিল্লি পুলিশের হেড কনস্টেবল। অমিতাভ বচ্চন তখন বলেছিলেন, মায়াঙ্ক অবশ্যই তাঁর বাবার জন্য খুব গর্বিত। মায়াঙ্ক তখন রসিকতা করে, বাবার পুলিশে থাকার অনেক প্লাস পয়েন্ট আছে।
মায়াঙ্ক প্রকাশ করেছেন, নিজের উচ্চতা নিয়ে অখুশি তিনি। তাঁর কথায়, সবাই তাঁর সঙ্গে ঠাট্টা করে এবং তাঁর সামনে লম্বা কেউ দাঁড়ালে সে পুরো ঢেকে যায়। বিগ বি তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। অমিতাভ বচ্চন তাঁকে বলেছেন, তাঁর সঙ্গেও একই জিনিস ঘটে।
মায়াঙ্ক তাঁকে জিজ্ঞেস করেন, সে তো খুব লম্বা, তাহলে এটা কিভাবে হতে পারে। বিগ বি বলেন, তার সঙ্গে উল্টো ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ‘যিনি আমার স্ত্রী তাঁর উচ্চতা আপনার মতো। তাঁকে এভাবে দেখতে হয়’। আসছে বিগ বি যে মজার ছলে একথা বলেছেন তা বোঝাই যাচ্ছে। তবে মায়াঙ্ক জানিয়েছে, তাঁর বাবা-মা তাঁকে সব সময় উৎসাহ দেয়, উচ্চতা কোনও বড় বিষয় নয়। জ্ঞানই আসল ব্যাপার। তাই সে নিজেকে এই মঞ্চে প্রমাণ করতে এসেছে।