বাংলা নিউজ > বায়োস্কোপ > KBC 15: ক্রিকেট বিশ্বকাপ নিয়ে প্রশ্নের দু-বার ভুল উত্তর! ১০ হাজার নিয়ে ঘরে ফিরল

KBC 15: ক্রিকেট বিশ্বকাপ নিয়ে প্রশ্নের দু-বার ভুল উত্তর! ১০ হাজার নিয়ে ঘরে ফিরল

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে প্রশ্নের জবাব দিতে ব্যর্থ 

KBC 15: কেবিসির মঞ্চে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সহজ প্রশ্নের দু-বার ভুল জবাব দিয়ে সর্বনাশ রাজস্থানের প্রতিযোগী সুধীর শর্মার। ১০ হাজার নিয়েই ঘরে ফিরলেন। 

কেবিসির নতুন সিজন জমজমাট। দেশের নানান প্রান্তের প্রতিযোগিরা এই গেম শো-তে এসে কুইজে অংশ নেওয়ার পাশাপাশি আড্ডা জমান অমিতাভের সঙ্গে। সম্প্রতি রাজস্থানের সুধীর শর্মা হট সিটে বসলেন। বচ্চনের সামনে বসার সুযোগ পেয়েই আপ্লুত সুধীর শর্মা। অমিতাভ বচ্চন তাঁর নাম উচ্চারণ করেছে, এই ভেবেই আনন্দে আত্মহারা তিনি। 

আকাশবাণীতে রেডিও প্রেসেন্টার হিসাবে কাজ করেন এই প্রতিযোগী। মারোয়ারি ভাষার শো ‘মরু ধারা’র ঘোষক তিনি। মজার ব্যক্তিত্বের অধিকারী সুধীর শর্মা, কেবিসির আসরে মোটা অঙ্কের টাকা জিততে ব্যর্থ হলেও সকলের মন জিতলেন মিষ্টি ব্যবহারে। 

একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা জিতে নেন সুধীর মিশ্রা। ৩ লক্ষ ২০ হাজার টাকার জন্য অমিতাভ বচ্চন প্রতিযোগির সামনে রাখেন ক্রিকেট সংক্রান্ত একটি প্রশ্ন। বিগ বি প্রশ্ন করেন, ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে কোন মহাদেশ? এই প্রশ্নের জবাব জানা না থাকায় ‘ডবল ডিপ’ লাইফলাইনের সাহায্য নেন প্রতিযোগী। প্রথম উত্তর হিসাবে তিনি বাছেন, B) উত্তর আমেরিকা। যা ভুল উত্তর। এরপর দ্বিতীয়বার চারটি অপশনের মধ্যে থেকে অপশন A) ইউরোপ মহাদেশকে বেছে নেন। সেটিও ভুল জবাব। সঠিক উত্তর- D) আফ্রিকা। তাই মাত্র ১০ হাজার টাকা নিয়েই রাজস্থানের সুধীর মিশ্রাকে ফিরতে হল কেবিসির মঞ্চ থেকে। তবে গান শুনিয়ে এদিন বিগ বি-কে ইমপ্রেস করেন সুধীর শর্মা। তাঁর স্ত্রী অমিতাভের সামনে ফাঁস করেন, বাগদানের সময়ও গান শুনিয়েই মন জিতেছিলেন সুধীর শর্মা। 

প্রসঙ্গত,  ২০২৩-এ এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ফাইনালে আয়োজক ভারতকে হারিয়ে ৬ নম্বর বার বিশ্ব চ্যাম্পিয়ান হয় অস্ট্রেলিয়া। ২০২৭ সালে সম্মিলিতভাবে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে আফ্রিকা মহাদেশের তিনটি দেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। ২০২৭-এর অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই মহারণ। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার সাত সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়ামের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত',RG করের প্রতিবাদে সুদীপ্তাকন্যাকে দেখে বলছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.