বাংলা নিউজ > বায়োস্কোপ > Monalisa Pal Sarkar: ছেলের ছবি দিলেন কে আপন কে পর-এর ‘তন্দ্রা’ মোনালিসা, খুদের নামের রয়েছে বিশেষ অর্থ

Monalisa Pal Sarkar: ছেলের ছবি দিলেন কে আপন কে পর-এর ‘তন্দ্রা’ মোনালিসা, খুদের নামের রয়েছে বিশেষ অর্থ

ছেলের ছবি দিলেন কে আপন কে পর-খ্যাত মোনালিসা পাল সরকার। 

টিভির জনপ্রিয় মুখ মোনালিসা পাল সরকার মাসখানেক আগেই জানিয়েছিলেন মা হওয়ার খবর। এবার দেখালেন খুদের ফোটো। 

অক্টোবর মাসেই মা হওয়ার খবর দিয়েছিলেন টিভি অভিনেত্রী মোনালিসা পাল সরকার। ছোট পরদার খল নায়িকা হিসেবেই বেশি জনপ্রিয় তিনি। হঠাৎ করে ছেলে হওয়ার খবর দিয়ে সকলকে সেইসময় একেবারে চমকেই দিয়েছিলেন। এবার সামনে আনলেন খুদের ছবি।

বেশ কয়েকদিন ধরে ছোট পর্দা থেকে দূরে 'কে আপন কে পর'-এর তন্দ্রা। তাই তার মা হওয়ার খবরও কেউ টের পায়নি। নিজেই ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি আর বিশ্বজিতের ছেলে হয়েছে। সবাই আমাদের জন্য প্রার্থণা করবেন।’

২০১৮ সালের ১৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ সরকার। পেশায় আইটিতে কাজ করেন। খুব ছোট বয়স থেকেই বন্ধুত্ব। তারপর প্রেম। কাজের সূত্রে যখন লন্ডনে ছিলেন বিশ্বজিৎ সেই সময় লং ডিস্টেন্সেও প্রেম করেছেন। তারপর পরিণতি দেন সম্পর্ককে। আর এখন তো সংসার দুই থেকে তিনে।

সাদা রঙের একটা পোশাক পরে আছেন মোনালিসা। সাদা তোয়ালেতে জড়ানো রয়েছে খুদেকে। ছেলের নাম রেখেছেন রেয়াংশ। যার অর্থ ‘আলোক রশ্মি’ বা ray of light। সঙ্গে এটি ভগবান বিষ্ণুর আরেক নাম, যিনি অন্ধকারেও আলোর দিশা সম্ভবত হাসপাতাল থেকে ফেরার পরই ছবিটা তোলা। নীল-সাদা বেলুনে সাজানো হয়েছিল প্রবেশ পথ। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মোনালিসাকে।

একসময় টেলিভিশনে সঞ্চালনা করতেন মোনালিসা। এরপর ধীরে ধীরে মডেলিং জগতে প্রবেশ করেন। বিজ্ঞাপনের জগতে পরিচিত মুখ ছিলেন। তারপর আসেন অভিনয়ে। সেখানেও জনপ্রিয়তা পান। জয়ী, বেদের মেয়ে জ্যোৎস্না, কে আপন কে পর, গোলমালে গোল-এর মতো মেগায় কাজ করেছেন।

মা হওয়ার পর আপাতত পর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। ছেলেকে সামাল দিতেই দিন কাটছে তাঁর। অভিনেত্রী ঘনিষ্ঠ সূত্রে খবর, একরত্তির একটু বড় না হওয়া পর্যন্ত কাজে ফেরার কথা ভাবছেন না মোনালিসা।

বন্ধ করুন