জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার-এ সম্প্রতি মুক্তি পেয়েছে 'হিউম্যান'। এই ওয়েব সিরিজের দু'জন ডাক্তারের ভূমিকায় রয়েছেন শেফালি শাহ এবং কীর্তি কুলহারি। সিরিজের দুই মুখ্যচরিত্র হওয়ার পাশাপাশি পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটি চুম্বন দৃশ্যও রয়েছে এই দুই অভিনেত্রীর। জানিয়ে রাখা ভালো, একজন সমকামী মহিলার চরিত্রে নিজেকে এই প্রথমবার পর্দায় হাজির করেছেন কীর্তি।সেই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনও লুকোছাপা না করেই কীর্তি জানালেন যে একজন মহিলার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করা ব্যাপারটা তাঁর কাছে শুধু নতুনই ছিল না, একইসঙ্গে খানিকটা কঠিনও ছিল। মাঝেমধ্যে যে খানিক অস্বস্তি হয়নি, এমনটাও না।
কীর্তির কথায়, 'দেখুন একজন পেশাদার অভিনেত্রী হওয়ার সুবাদে যেকোনও চরিত্রই পর্দায় ফুটিয়ে তোলা আমার কাজ। তবে 'হিউম্যান' এর কাজ করার আগে এমন অভিজ্ঞতা আমার হয়নি। একজন পছন্দের পুরুষের প্রতি আমার মন যেমন আচরণ করবে, সেইসব আচরণ একজন মহিলার জন্য করা, মুখচোখেও সেই ভালোলাগার ভাবসাব ফুটিয়ে তোলা ব্যাপারটি মোটেই সহজ ছিল না আমার কাছে। সম্পূর্ণ আলাদা ছিল আমার কাছে।'
এখানেই না থেমে হালকা চালে কীর্তি আরও বলেন, 'এসব দৃশ্যের জন্য কোনও প্রস্তুতি চলে না। হাজার প্রস্তুতি নিয়েও তেমন লাভ হয় না। অভিনয়ের সময়ে যা করার করতে হয়। যেমন ধরুন চুমুর দৃশ্যের সময় আমার মাথায় স্রেফ একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যদি শেফালিকে চুমু খেয়ে আমার দারুণ ভালো লেগে যায়, তখন? কী হবে তখন?' তবে শেষপর্যন্ত শ্যুট শেষে এরকম কোনও মনোভাব যে তাঁর মনে জায়গা পায়নি, তা ভেবেই নিশ্চিন্ত হয়েছিলেন তিনি, জানিয়েছেন কীর্তি।
বক্তব্যের শেষে মজাদার ভঙ্গিতে এই বলি-অভিনেত্রীর সংযোজন, 'আমাদের চুমুর দৃশ্যের শ্যুটের আগে সবথেকে টেনশনে ছিলেন পরিচালক মোজেজ সিং। শেষমেশ সবকিছু উৎরে যাওয়ার পরও পরিচালকের অনুরোধে আমাদের ৮-১০ বার ওই চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করতে হয়েছিল, যাতে বিভিন্ন দিক থেকে এই শটটি তুলে রাখা যায়। আপত্তি না জানিয়ে আমরা তাই করেছিলাম।'