বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreya Ghoshal on KK: ‘নিষ্ঠুর! এত তাড়াতাড়ি ওঁকে ডাকতে হল!’ কেকে’র জন্য লিখলেন শ্রেয়া

Shreya Ghoshal on KK: ‘নিষ্ঠুর! এত তাড়াতাড়ি ওঁকে ডাকতে হল!’ কেকে’র জন্য লিখলেন শ্রেয়া

কেকে’র কথা লিখলেন শ্রেয়া।

মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়েন কেকে। ফিরে যান হোটেলে। সেখান থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে খবর।

কলকাতায় অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রয়াত সংগীত শিল্পী কেকে। গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউডের এই গায়ক, নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান। সেখানেই অসুস্থ বোধ করেন। তারপর হোটেলে ফিরে যান তিনি। দ্রুত তাঁকে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কেকে-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু তারকাই। মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে পোস্ট করেন শ্রেয়া ঘোষাল। তিনি লেখেন, ‘এখনও খবরটা মাথার মধ্যে ঠিক করে নিতে পারছি না। থমকে গিয়েছি! কেকে! কেন? এটা গ্রহণ করা অত্যন্ত কঠিন। মন টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে।’

এর পরে শ্রেয়া লেখেন, ‘আমার দেখা সবচেয়ে নম্র, ভদ্র, ভালো মানুষের একজন উনি। ঈশ্বরের প্রিয় সন্তান বহু মানুষের মধ্যে ভালোবাসার বার্ত ছড়িয়ে দিয়েছেন। বন্ধু, সহকর্মীরা তাঁকে ভালোবেসেছেন। এত তাড়াতাড়ি ঈশ্বরের ওঁকে দরকার পড়ল? নিষ্ঠুর! ওঁর পরিবার কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ভাবতেও পারছি না।’

এর পরে কেকে’র পরিবারের জন্য সমবেদনা জানান তিনি। প্রার্থনা করেন তাঁ আত্মার জন্য।

বন্ধ করুন