বৃহস্পতিবার সন্তান আসার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং। এর আগেই অবশ্য খবর রটেছিল, গর্ভে সন্তান রয়েছে মস্তানির। খবর চাউর হয়ে যেতে আর দেরি করেননি হবু মা-বাবা। খুব সম্ভবত সদ্য ২ মাসের গণ্ডি পেরিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার মুম্বই এয়ারপোর্টে দেখা যায় রণবীর-দীপিকাকে। আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের উপলক্ষে যাচ্ছিলেন রামনগর। দেখা মাত্র দুজনকে প্রায় ছেঁকে ধরে পাপারাজ্জিরা। শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে ছবি-ভিডিয়ো তোলার জন্য প্রায় লেগে যায় মারপিট। জন্মের আগে থেকেই, দীপবীরের সন্তানকে নিয়ে পড়ে গিয়েছে হুড়োহুড়ি।
আরও পড়ুন: দাদা বউদি বিরিয়ানিও খান মাত্র ১ চামচ! ফিটনেস ফ্রিক সৌরভ শিখল যোগা করে বয়স কমানো
২০১৮ সালের নভেম্বর মাসে ইতালির লেক কোমোতে বিয়ে করেছিলেন রণবীর আর দীপিকা। ভারতের ধনী দম্পতিদের তালিকায় তাঁরা রয়েছেন বেশ উপরে। খবর, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর সম্মিলিত সম্পত্তির পরিমাণ ৭৪৪ কোটি টাকা। দুজনেরই মুম্বাইতে ১১৯কোটি টাকার একটি কোয়াড্রপ্লেক্স, আলিবাগে একটি অবকাশকালীন বাড়ি এবং অন্যান্য অনেক দামি সম্পত্তি রয়েছে।
আরও পড়ুন: সাজে সেরা নীল-তৃণা, বেঙ্গল স্টাইল অ্যাওয়ার্ড পেল সৃজিত-শ্রাবন্তী-সুস্মিতারা
বিয়ের পর থেকে মুম্বইয়ের ওরলির প্রভাদেবীর বিউমন্ড টাওয়ারের ২৬ তলায় থাকেন তাঁরা। দীপিকা ২০১০ সালে সম্পত্তি কেনার জন্য ১৬ কোটি টাকা খরচ করেছিলেন এবং ম্যাজিকব্রিক্স অনুসারে এখন এটির মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
আরও পড়ুন: কমলা লেহেঙ্গায় সুস্পষ্ট বক্ষ বিভাজিকা! ৫৩র কাঞ্চনের নামের মেহেন্দি শ্রীময়ীর হাতে
সূত্রের খবর, সিনেমা পিছু দীপিকা এখন চার্জ করেন ১২-১৫ কোটি টাকা। বছরে ৪০ কোটির কাছাকাছি আয়। তিনি চোপার্ড, লেভিস, ডাইসন, এশিয়ান পেইন্টস, এবং জিও-সহ একাধিক ব্র্যান্ডের মুখ। তাঁর নিজস্ব সম্পত্তির পরিমাণ বর্তমানে ৫০০ কোটির বেশি।
সিনেমা প্রতি ৩০-৫০ কোটি নিয়ে থাকেন রণবীর সিং। তিনি পেপসি, হেড অ্যান্ড শোল্ডারস, চিংসের মতো ব্র্যান্ডের হয়ে কাজ করেন। তাঁর মোট সম্পত্তি ২৪৫ কোটি টাকা বলে জানা যায়।
২০২৪-এর শুরুতেই মুক্তি পেয়েছে দীপিকার ফাইটার সিনেমা। প্রথম কাজ হৃতিক রোশনের বিপরীতে। উচ্চ প্রত্যাশা থাকলেও, খুব বেশি আয় করেনি সিনেমাটি। এরপর অভিনেত্রীকে দেখা যাওয়ার কথা রয়েছে কল্কি ২৮৯৮ এডি-তে। রোহিত শেট্টির সিংঘম এগেইন-এও আছেন তিনি। সিংঘম এগেইন মুক্তির কথা রয়েছে ১৫ অগস্ট। কল্কি মুক্তির সম্ভাব্য তারিখ ৯ মে।