ভিকি কৌশল এবার পিরিয়ডিক হিরো। তাঁর আগামী ছবি ছাবাতে তিনি ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন। এবার সেই চরিত্রে অভিনেতার লুক কেমন হবে সেটা প্রকাশ্যে এল। মারাঠা শাসকের বেশে কেমন লাগছে ভিকিকে?
আরও পড়ুন: 'গণতন্ত্রের কাতিল' মুখ্যমন্ত্রী! চাকরি বাতিল নিয়ে সরব রুদ্রনীল, বললেন, ‘এরপরও ঘুম কি আসে আপনার প্রতি রাতে?’
ভিকি কৌশলের ফাঁস হওয়া ছবি
ছাবা ছবিটির দ্বিতীয় শিডিউলের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এবার সেখান থেকেই এই ছবির একাধিক দৃশ্য ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে দেখা যাচ্ছে ভিকি কৌশলের মুখ ভর্তি লম্বা দাড়ি, মাথায় শিবের মতো জটা, কপালে তিলক। পরনে বেইজ রঙের একটি জ্যাকেট এবং হালকা ব্রাউন রঙের ধুতি। গলায় রুদ্রাক্ষরের মালা।
আরও পড়ুন: 'প্রথমেই না করে দেয়...' ফিল্মি কায়দায় প্রোপোজ, রিজেকশনের পরেও কী করে জমলো স্বর্ণ - অর্পিতার প্রেম?
ছাবা ছবিটি প্রসঙ্গে
ভিকি কৌশলকে আগামীতে ছাবা ছবিটিতে দেখা যাবে। একটি একটি পিরিয়ডিক ছবি যার পরিচালনা করছেন লক্ষ্মণ উটেকর। ভিকি ছাড়া এখানে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। ছাবা ছবির শ্যুটিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন ভিকি কৌশল। এই ছবির একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়েই আহত হন তিনি। তাঁকে রীতিমত হাত বেঁধে কদিন ঘুরতে দেখা গিয়েছে। তবে বর্তমানে সুস্থ আছেন তিনি।
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন, 'একটু অস্বস্তি তো...'
ভিকি কৌশলের অন্যান্য প্রজেক্ট
ছাড়া অভিনেতার হাতে আছে মেরে মেহবুব মেরে সনম ছবিটি। সেখানে তাঁকে দেখা যাবে তৃপ্তি দিমরির সঙ্গে। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁকে লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও দেখা যাবে। সেই ছবিটির পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। অভিনেতাকে শেষবার শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন।