বাংলা নিউজ > বায়োস্কোপ > Sharmila Tagore: আধুনিক কিছু বাড়ি হয়েছে, তবে কলকাতা আর তার রাস্তার গর্তগুলো একই রকম আছে: শর্মিলা

Sharmila Tagore: আধুনিক কিছু বাড়ি হয়েছে, তবে কলকাতা আর তার রাস্তার গর্তগুলো একই রকম আছে: শর্মিলা

শর্মিলা ঠাকুর

‘কলকাতা এখনও একই আছে। আগের দিন গাড়িতে আসার সময় দেখলাম আধুনিক কিছু বাড়ি হয়েছে। তবে বাকিটা একই আছে। রাস্তার গর্তগুলোও একই রকম আছে।’ শর্মিলা জানান, এখনও তাঁর কলকাতার স্ট্রিট ফুড খাবার ইচ্ছে জাগে। তবে এখন আর চাইলেই রাস্তার ধারের ঘুঘনি, ফুচকা খেতে পারেন না।'

দীর্ঘদিন পর ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সুমন ঘোষের হাত ধরে ঘরে ফিরছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ১৪ বছর পর আবারও তাঁকে দেখা যাবে বাংলা ছবিতে। ছবির নাম 'পুরাতন'। শুক্রবারই ঘোষণা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের 'ভাবনা আজ ও কাল'-এর প্রযোজনায় তৈরি হতে চলা এই ছবির। আর সেকারণেই কলকাতায় এসেছিলেন সত্যজিৎ রায়ের 'অপর্ণা'। তাঁর চোখে এখন কলকাতা কতটা বদলেছে? এখানে এসে শর্মিলাকে মুখোমুখি হতে হয় এমন প্রশ্নের।

এমন প্রশ্নের কী উত্তর দিয়েছেন শর্মিলা?

শর্মিলা ঠাকুর এমন প্রশ্নে আনন্দবাজারকে বলেন, ‘কলকাতা এখনও একই আছে। আগের দিন গাড়িতে আসার সময় দেখলাম আধুনিক কিছু বাড়ি হয়েছে। তবে বাকিটা একই আছে। রাস্তার গর্তগুলোও একই রকম আছে।’ শর্মিলা জানান, এখনও তাঁর কলকাতার স্ট্রিট ফুড খাবার ইচ্ছে জাগে। তবে এখন আর চাইলেই রাস্তার ধারের ঘুঘনি, ফুচকা খেতে পারেন না।'

সম্প্রতি 'গুলমোহর' ওয়েবসিরিজের হাত ধরে ফের অভিনয়ে ফিরেছেন শর্মিলা। বর্তমানের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শর্মিলা ঠাকুর বলেন, ‘আমাদের সময় সেটে এসে কী করব বুঝে উঠতে পারতাম না, এখন নিয়ম মাফিক কাজ হয়। সকলেই চিত্রনাট্য পড়ে তবেই আসেন। সিঙ্ক সাউন্ডের দৌলতে ডাবিংয়ের সমস্যাও মিটেছে। নতুন প্রজন্মের জ্ঞান, শেখার চেষ্টা তাঁকে আনন্দ দেয় বলেই জানান বর্ষীয়ান অভিনেত্রী।’ তবে এখনকার একটা বিষয়ে আপত্তি রয়েছে তাঁর। এখন যে কোনও ইন্ডাস্ট্রিতে অভিনেতার কাছে ইংরাজি হরফে চিত্রনাট্য আসে সেপ্রসঙ্গে  শর্মিলা ঠাকুর জানান, ‘এতে আমার আপত্তি আছে, হিন্দি, বাংলা, ইংরাজি, যে ভাষার চিত্রনাট্য সেই ভাষাতেই তিনি সেটা পড়তে স্বচ্ছন্দ্যবোধ করেন।’

আরও পড়ুন-১৪ বছর পর ঋতুপর্ণার হাত ধরে ফের বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর

শর্মিলা ঠাকুর বলেন, পুরুষশাসিত ফিল্ম ইন্ডাস্ট্রি হলেও তিনি নিজেকে কখনওই মহিলা হিসাবে দেখেননি, ইউনিটের অংশ হিসাবেই দেখেছেন। জানান, তিনি যখন হিন্দি ছবিতে অভিনয় শুরু করেন, সেটা তাঁর স্কুল সমর্থন করেননি, তাই তাঁকে স্কুল বদলাতে হয়েছিল। তবে 'মানিকদা' তাঁর পাশে ছিলেন। অভিনেত্রী জানান, পতৌদি পরিবারে অন্দরেও তিনি বাঙালিয়ানাকে লালন করেন, আর সেটা তিনি বাঙালি পরিবারে বড় হয়েছেন বলেই সম্ভব। বলেন, ‘বাংলায় রবীন্দ্রনাথ পড়ার কোনও বিকল্প নেই।’ জানান, তাঁর স্বামী পতৌদি নবাব বাংলা জানতেন। ছেলে সইফও অল্পবিস্তর বাংলা জানেন, আর সোহাও বাংলা ছবিতে কাজ করেছেন।

প্রসঙ্গত, খোদ রবি ঠাকুরের পরিবারের সঙ্গে যোগসূত্র রয়েছেন শর্মিলার। তিনি ঠাকুরবাড়ির গগণেন্দ্রনাথের পুত্র কণকেন্দ্রনাথের নাতনি। তবে রবীন্দ্রনাথকে তিনি চোখে দেখেননি, তাঁর জন্মের তিন বছর আগেই তিনি মারা যান। মায়ের মুখে গল্প শুনেই রবীন্দ্রনাথকে প্রথম জেনেছিলেন শর্মিলা।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘এমন শাস্তি হোক, সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে’, আরজি কর নিয়ে সৌরভ শরীরের এই সব অংশে তিল! তাহলে ধনী হওয়া কেউ আটকাতে পারবে না! এবার পুজোতে ফিরে আসুন, বার্তা মমতার, নেটপাড়া বলল ‘RG করের জাস্টিস নিয়েই ফিরব’ সামনে টি২০ বিশ্বকাপ! বিরাটের পেপ টক কাজে লাগিয়েই ট্রফি জিততে চান স্মৃতি…ভিডিয়ো ময়নাতদন্ত নিয়ে প্রশ্নবিদ্ধ রাজ্য, তার মাঝেই আন্দোলন বন্ধের চেষ্টা, কী কী বলল SC? ক্লাসেন, মিলার, রাবাদা কেউ নেই, আফগান ও আইরিশদের বিরুদ্ধে আনকোরা দল দঃআফ্রিকার জুনিয়র ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, তথ্য দিলেন স্বাস্থ্য সচিব ‘উৎসবে ফিরে আসুন…’ পুজো অনুদান ‘না নিলে ছেড়ে দিন, অন্যদের দেব,’ কড়া মমতা Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.