গত বছর পুজোয় দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজের মতো ছবিগুলোর সঙ্গে টেক্কা দিয়ে মুক্তি পেয়েছিল জঙ্গলে মিতিন মাসি। বক্স অফিসে বেশ ভালোই সাফল্য পায় সেই ছবি। আর সেটার মুক্তির এখনও ছয় মাস কাটেনি এর মধ্যেই এই সিরিজের নতুন ছবির কাজ শুরু করলেন মিতিন মাসি ওরফে কোয়েল মল্লিক। কীভাবে প্রস্তুতি নিলেন অভিনেত্রী এই ছবির জন্য? কোন গল্প অবলম্বনেই বা আসছে এবারের ছবি?
মিতিন মাসির নতুন ছবির কাজ শুরু করলেন কোয়েল
কোয়েল মল্লিকের হাতে এখন ভর্তি কাজ। বিন্দুমাত্র বিশ্রাম না নিয়ে তিনি একটার পর একটা ছবির শ্যুটিং করে চলেছেন। এই সবেমাত্র তিনি রাজস্থান থেকে সোনার কেল্লায় যকের ধন ছবিটির শ্যুটিং করে ফিরলেন। সেখানে তাঁর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী ছিলেন। এবার সেই ছবির কাজ শেষ হতে না হতেই তিনি শুরু করলেন মিতিন মাসির নতুন ছবির কাজ। মিতিন মাসি সিরিজের আসন্ন ছবির নাম একটি খুনির সন্ধানে মিতিন মাসি।
আরও পড়ুন: 'মেদিনীপুর এখন আমার ঘর বাড়ি', নাম ঘোষণা হতেই প্রচার শুরু, কীভাবে ক্যাম্পেনিং চালাবেন জুন?
যকের ধন সিরিজের নতুন ছবির কাজ শেষ হতে না হতেই ফের মিতিন মাসির শ্যুটিং শুরু প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ' দুটো ছবির শ্যুটিংয়ের শিডিউলের মাঝে গ্যাপ ছিল। আগের ছবির শ্যুটিং ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ডেটের সমস্যা হওয়ায় দুটো ছবির মাঝের গ্যাপের সময় কমে গিয়েছে।'
কিন্তু মিতিন মাসির নতুন ছবি নিয়ে আত্মবিশ্বাসী তিনি। তাঁর মতে যেহেতু আগে দুটো ছবি করে ফেলেছেন তিনি এই সিরিজের তাই চরিত্রটির বিষয়ে একটা ধারণা হয়েছে। ফলে অতটা টেনশন নেই। কিন্তু তবুও নিজের মতো করেই তিনি এই ছবির জন্য প্রস্তুতি নিয়েছেন। অভিনেত্রীর কথায়, 'ডায়েটের উপর নজর দেওয়া, জিম করা সবই করেছি। এবারের ছবিতে প্রচুর মারপিট আছে। দর্শকরা আমায় অ্যাকশন করতে দেখবেন আমায়। আর আমি একদমই চাই না আমার দর্শকদের নিরাশ করতে।'
একটি খুনির সন্ধানে মিতিন মাসি প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করছেন অরিন্দম শীল। ছবির অন্যান্য ভূমিকায় কোয়েল ছাড়া দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদারকে। এছাড়া থাকবেন দেবরাজ রায়, সন্দীপ দে, শতাফ ফিগার, মধুরিমা বসাক, রোশনি ভট্টাচার্য, প্রমুখ। কলকাতার বিভিন্ন অঞ্চলে চলছে এই ছবির শ্যুটিং। ২০২৪ এই মুক্তি পাবে এই ছবিটি।