বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee With Karan 7 Trailer: আমার এক্স সবার এক্স: সারা।। সেক্স প্লেলিস্ট শোনালেন রণবীর

Koffee With Karan 7 Trailer: আমার এক্স সবার এক্স: সারা।। সেক্স প্লেলিস্ট শোনালেন রণবীর

প্রকাশ্যে কফি উইথ করণের সিজন ৭-এর ট্রেলার। 

৭ জুলাই থেকে ডিজনি+হটস্টারে দেখা যাবে কফি উইথ করণ-এর সিজন ৭। তার আগে ট্রেলার শেয়ার করে নিলেন করণ জোহর। 

অবশেষে ‘কফি উইথ করণ’-এর ৭ নম্বর সিজনের ট্রেলার সামনে এল। করণ জোহরের এই চ্যাট শো বরাবরই নানা বিতর্কের জন্ম দিয়ে যায়। সঙ্গে সেলেবদের ব্যক্তিগত মুহূর্তের পরদা ফাঁসও করে যায় অনায়াসে। নতুন সিজনে যে সমস্ত তারকারা বসতে চলেছে করণ জোহরের কফি কাউচে তাঁদের নাম হল অক্ষয় কুমার ও সামান্থা রুঠ প্রভু, অনিল কাপুরের সঙ্গে বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে-বিজয় দেবেরাকোন্ডা, বলিউডের নতুন বিবিএফ সারা আলি খান ও জাহ্নবী কাপুর, টাইগার শ্রফ-কৃতি শ্যানন, শাহিদ কাপুর ও কিয়ারা আডবানি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আলিয়া ভাট আর রণবীর সিং। পরিচালক করণ জোহর ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন ট্রেলারখানা।

ট্রেলার শুরু হচ্ছে রণবীর সিং ফলাও করে বলছেন নিজের সেক্স প্লেলিস্ট। তারপরেই আসে অনিল কাপুরের ডান্স মুভস। অক্ষয়ের বেফাঁস কথা, ‘ফিলারস’ ব্যবহার করা তাঁর পছন্দ না। তারপরেই বলেন আসলে ‘ফিল্টারস’ বলতে চেয়েছিলেন তিনি। এক্সকে কটাক্ষ করেন সারা আলি খান। বলেন, ‘আমার এক্স এখন সবার এক্স’। কার্তিক আরিয়ানকেই ইঙ্গিত করলেন নাকি তিনি?

এবার করণ জোহরকে রোস্ট করে বসেন সামান্থা। বলেন, ‘অখুশি বিয়ের জন্য তুমিই দায়ি। তুমি বুঝিয়েছ বিয়ের পর জীবনটা K3G (কাভি খুশি কাভি গম) হয়, এদিকে আসলে হয় KGF।’ অনন্যা পাণ্ডে কথা বলেন বলিউডের অন্দরে চলা গুঞ্জন, বাবা (চাঙ্কি পাণ্ডে) টাকা দিয়ে তাঁকে বলিউডে ঢুকিয়েছে, ‘এদিকে সত্যিটা হল আমার বাবা কোনও কিছুর জন্যই টাকা দিতে পছন্দ করে না’।

টাইগার শ্রফ বলেন তিনি আজকাল লোকজনের সামনে ‘কম্যান্ডো’ হয়েই ঘোরেন। আর জাহ্নবী জানান, নিজের লাইফে তিনি এমন একজনকে চান যে তাঁর মুখে হাসি ফোটাবে। আর সকলেই জমিয়ে নাচ করেন করণের কফির শো-তে।

৭ জুলাই থেকে ডিজনি+হটস্টারে দেখা যাবে কফি উইথ করণ-এর সিজন ৭। এই প্রথমবার করণের চ্যাট শো শুধু দেখা যাবে ওটিটি-তে, টেলিকাস্ট হবে না টিভিতে। ২০০৪ সাল থেকে জার্নি শুরু হয় শো-এর। প্রতিটা সিজনই সমান বিতর্কিত, তবে গসিপ প্রিয় সিনে-প্রেমীদের খুব কাছের।

 

বন্ধ করুন