২০২৩-এর শেষ থেকে ২০২৪-এর শুরু, একাধিক টলি তারকা বসেছেন বিয়ের পিঁড়িতে। সন্দীপ্তা সেন থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরভ-দর্শনা থেকে শ্রীপর্ণা, টলিউড থেকে একাধিক জাঁকজমকে ভরা বিবাহবাসর। আপাতত আরও দুই যে তারকার বিয়ের খবর পাওয়া যাচ্ছে তাঁরা হলেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। এর আগে একবার কৌশানির বাবা দিয়েছিলেন মেয়ের বিয়ের ইঙ্গিত। এবার নিজে কী বললেন?
দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে বনিকে বলতে শোনা গিয়েছেন, ‘২০২৪ সালেই বিয়ে করছি না। আপাতত তেমন কোনও ভাবনা নেই। কিন্তু ২০২৫ সালে বিয়ে করা যায় কিনা সেটা ভাবছি। আমাদের দুজনেরই বাড়ি থেকে বিয়ের কোনও চাপ নেই, আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। কার কেমন কাজের শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করব। ২০২৫ এর শীতকালে বিয়ে করতে পারি।’
আরও পড়ুন: বলি-নায়ক দুই বন্ধুরই ভেঙেছে প্রথম বিয়ে, একজনের দ্বিতীয় বিয়ে হলেও, অপরের বাকি! বলুন তো কে?
এদিকে কৌশানি বলছেন তিনি নাকি ছোটবেলাটাই পার করে আসতে পারেননি। বিয়ে আর বাচ্চা কীভাবে করবেন! কলকাতায় সদ্য খোলা এক প্লে জোনে সময় কাটানোর ভিডিয়ো শেয়ার করে বনি-বান্ধবী লিখলেন, ‘সবার বিয়ে-বাচ্চা হচ্ছে, আর আমি শৈশবই কাটিয়ে উঠতে পারছি না। হৃদয় থেকে শিশু হতে পেরে খুব খুশি। বন্ধুদের সঙ্গে খেলার দিনের ভিডিয়ো।’
রাজ চক্রবর্তীর পরিচালনায় পারব না আমি ছাড়তে তোকে দিয়ে টলিউডে ডেবিউ করেন বনি আর কৌশানি একসঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম। সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক রাখেননি দুজনে। এমনকী কদিন আগে যখন বনির নাম জড়িয়েছিল দুর্নীতি মামলায়, তখনও পাশে ঢাল হয়েছিলেন কৌশানি। শত ট্রোলেও প্রেমিকের পাশ ছাড়েননি। দুই পরিবারেও ঘনিষ্ঠতা রয়েছে। বনির মা পিয়া মেয়ের মতো ভালোবাসেন কৌশানিকে। অন্য দিয়ে, কৌশানির মা-বাবার কাছেও হবু জামাইয়ের খুব আদর।
আরও পড়ুন: ‘বেঁচে থাকার লড়াই’, আক্রান্ত ক্যানসারে, রয়েছে ছোট মেয়ে, জয়শ্রীকে কী লিখলেন ভরত
দুজনে এসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন কৌশানি, নাম ‘বিকে এন্টারটেনমেন্ট’। ‘ডাল বাটি চুরমা’ নামের একটি ছবিও তৈরি হয়েছে এই ব্যানারে। যাতে মুখ্য চরিত্রে ছিলেন বনি-কৌশানিই। তবে তা ব্যর্থ হয় বক্স অফিসে।
বনি বিয়ে প্রসঙ্গে এর আগে জানিয়েছেন, দুজনেরই শখ ডেস্টিনেশন ওয়েডিংয়ের। আপাতত সেরকমটা করারই ইচ্ছে রয়েছে।