গদর ২ তারকা সানি দেওলের আসন্ন ছবির পরিচালক বড়সড় বিপাকে! রাজকুমার সন্তোষীর ২ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল জামনগরের নগর দায়রা আদালত। কোটি টাকার চেক বাউন্সের মামলায় এই শাস্তি পেলেন ‘আন্দাজ আপনা আপনা’ পরিচালক। আরও পড়ুন-১৯ বছরেই আমিরের পর্দার মেয়ের মৃত্যু! ‘তোমাকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ’, জানাল প্রযোজনা সংস্থা
আরও পড়ুন-তৃৃণমূলের মন্ত্রীর সঙ্গে প্রেমচর্চার গুঞ্জন, প্রথমবার মুখ খুললেন ‘প্রধান’ দেবের বস অনন্যা
শিল্পপতি অশোক লালের অভিযোগের ভিত্তিতে জেলযাত্রা সন্তোষীর। আদালতকে অশোক লাল জানান, সন্তোষীর থেকে ১০ লক্ষ টাকা মূল্যের ১০টি চেক পেয়েছিলেন তিনি, যার মোট অর্থমূল্য ১ কোটি টাকা। কিন্তু ১০টি চেকই বাউন্স করে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার জেরেই সমস্য়ায় রণবীর-ক্যাটরিনার ‘আজব প্রেম কি গজব কাহানি’ পরিচালক।
শনিবার শিল্পপতির কৌঁসুলি পীয়ূষ ভোজানি সংবাদ সংস্থা এএনআইকে এই খবর নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, রাজকুমার সন্তোষীর ছবিতে ১ কোটি টাকার বিনিয়োগ করেছিলেন তাঁর মক্কেল। সেই টাকা ফেরত দেওয়ার নামে ভুয়ো চেক দেন পরিচালক। রাজকুমার সন্তোষীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্য়র্থ হন অশোক লাল। এরপরই উপায় না পেয়ে আইনের দ্বারস্থ হন শিল্পপতি।
শনিবার আদালত সন্তোষীকে অশোক লালকে দ্বিগুণ অর্থ অর্থাৎ ২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তিনবার জাতীয় পুরস্কার এবং ছ-বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালকের জেল হেফাজতের খবর শুনে হতবাক অনেকেই।
কিছুদিন আগেই ‘লাহোর ১৯৪৭’ নিয়ে বড় আপটেড দিয়েছিলেন সন্তোষী। জানিয়েছিলেন এই ছবিতে সানির সঙ্গে ফের একবার স্ক্রিন শেয়ার করবেন প্রীতি জিন্টা। 'ঘায়েল,' 'দামিনী,' এবং 'ঘটক'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শ্যুটিং শুরু হয়েছে আমির খানের প্রযোজনায় তৈরি এই ছবির। প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী ছবি ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির।
লাহোর ১৯৪৭ পরিচালককে নিয়ে সানি দেওল জানিয়েছেন, ‘রাজ খুব প্রতিভাবান, তাঁর প্রতিভা কুর্নিশযোগ্য। মানুষ তাঁকে এবং আমাকে একসঙ্গে ৩টি ছবি করতে দেখেছে, সমস্ত ভিন্ন ঘরানার এবং প্রত্যেকটি মাস্টারপিস।’ তবে শ্যুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল লাহোর ১৯৪৭ টিম। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যত কী? সন্দিহান অনেকেই।