HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > সত্যজিতের ‘নায়ক’ নন, তবে প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সত্যজিতের ‘নায়ক’ নন, তবে প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

অপু হিসাবে প্রথমবার সৌমিত্রকে রিজেক্ট করেছিলেন সত্যজিত্ রায়! 

না-ভোলা জুটি সত্যজিত-সৌমিত্র (ছবি- সংগৃহীত)

দীর্ঘ ছয় দশকের উজ্বল অভিযানের পরিসমাপ্তি।চলে গেলেন বাঙালির অপু। দীর্ঘ ৪০ দিনের লড়াইয়ে ইতি পড়ল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্রের পতনে আজ শোকস্তব্ধ  গোটা ইন্ডাস্ট্রি। 

সত্যজিত্ রায়ের হাত ধরেই রুপোলি জগতে পথচলা শুরু হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ছয় ফুট লম্বা, ফর্সা, ছিপছিপে চেহারার অভিনয় পাগল ছেলেটাকেই নিজের অপু হিসাবে বেছেনিয়েছিলেন বিশ্ববরেণ্য এই পরিচালক। পথের পাঁচালির পর অপু ট্রিলজি সিরিজের তৃতীয় ও শেষ ছবি অপুর সংসার (১৯৫৯)-এর সঙ্গেই শুরু এই জুটির পথচলা। সত্যজিতের কেরিয়ারের পাঁচ নম্বর ছবি ছিল এটি। এরপর পরিচালকের বাকি ২৯টি ছবির মধ্যে ১৩টি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 

কীভাবে অপুর চরিত্রর জন্য সৌমিত্রকে বেছে নিয়েছিলেন সত্যজিত? ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে সৌমিত্র জানিয়েছিলেন  ‘অপরাজিত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার (গোল্ডেন লায়ন) পায়। কলকাতায় ফেরার পর এক সাংবাদিক বৈঠকে উনি বলেছিলেন, প্রাপ্তবয়স্ক অপুর চরিত্র কে করতে পারে, সে কথা ওঁনার মাথায় রয়েছে। আমার কোনও ধারণাই ছিল না উনি আমার কথা ভাবছেন। অপুর সংসারের কয়েক বছর পর, আমাকে জানানো হয়, আমাদের প্রথমবার দেখা হওয়ার পরেই উনি ট্রিলজির কথা ভেবে রেখেছিলেন’। 

কোথায় হয়েছিল এই জুটির প্রথম দেথা?  অপরাজিত ছবির সময় অপুর খোঁজ করছিলেন সত্যজিত্ রায়। সেই সময়ই সৌমিত্র চট্টোপাধ্যায়ের এক বন্ধু, যিনি পরিচালকের সঙ্গে কাজ করতেন তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন দুজনের। তবে অপরাজিতর অপুর হিসাবে সৌমিত্রর বয়স ও উচ্চতা দুটোই বেশি বলে মনে করেছিলেন সত্যজিত্। তবে ট্রিলজির প্ল্যানিংটাও যে এদিনই সেরে ফেলেছিলেন তা টের পাননি সৌমিত্র নিজেও। 

সৌমি্ত্র বারবার নিজের মুখে জানিয়েছেন ‘বাবা ছেলের সম্পর্কে যেমন পজেসিভ হয় মাণিকদা আমাকে নিয়ে তেমন পজেসিভ ছিলেন’। সৌমিত্র মেন্টারের ভূমিকাটা পুরোদস্তুর পালন করেছেন সত্যজিত্। 

অপুর সংসারের পরের বছরেই মুক্তি পেয়েছিল দেবী। সত্যজিতের এই ছবিতে জুটিতে সৌমিত্র-শর্মিলা।  রবীন্দ্র সাহিত্য নিয়েও যখন কাজ করেছেন সত্যজিত্ সেই ছবিতেও ঘুরে ফিরে এসেছে সৌমিত্র। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে মুক্তি পেয়েছিল সত্যজিত পরিচালিত রবির তিনটি ছোটগল্প নিয়ে তৈরি ‘তিনকন্যা’।সমাপ্তিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সৌমিত্রকে। অন্যদিকে চারুলতা (১৯৬৪) ছবি ছিল এই জুটির অন্যতম মাইলস্টোন। রবীন্দ্রনাথের নষ্টনীড় অবলম্বনে তৈরি এই ছবিতে অমল চরিত্র ফুটিয়ে তুলেছিলেন সৌমিত্র। মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর রসায়নও- সে তো ভাষায় প্রকাশ করা বড়োই দুষ্কর।

চারুলতা ছবির একটি দৃশ্যে সৌমিত্র ও মাধবী 

 ষাটের দশকে সত্যজিতের পরিচালনায় অভিযান (১৯৬২), কাপুরুষ (১৯৬৫), অরণ্যের দিনরাত্রি (১৯৬৯)-র মতো ছবিতে অভিনয় করেন সৌমিত্র। 

ভারতীয় চলচ্চিত্রের এক বিরল সম্পদ অশনি সংকেত। ১৯৪৩-৪৪ সালের দুর্ভিক্ষপীড়িত অবিভক্ত বাংলার প্রেক্ষাপটে তৈরি এই ছবির গঙ্গাচরণ চক্রবর্তীকে আজও ভুলতে পারেনি বাঙালি। 

সত্তরের দশকের শুরুতেই সত্যজিতের ফেলুদা হিসাবে রুপোলি পর্দায় অবতীর্ণ হয়েছিলেন সৌমিত্র। মাণিকদা যে নিজের কল্পনার ফেলুদা রূপে সৌমিত্রকেই ভেবে রেখেছেন সেই আভাস আগেই পেয়েছিলেন অভিনেতা, ছবির তৈরির সিদ্ধান্তের পর চটপট সুখবর পৌঁছেছিল তাঁর কাছে। ১৯৭৪ সালে এই সোনার জুটি তৈরি করে ‘সোনার কেল্লা’। পাঁচ বছর পর মুক্তি পায় ফেলুদা সিরিজের দ্বিতীয় ছবি ‘জয় বাবা ফেলুনাথ’। 

সত্যজিত রায়ের সব ছবিতে যে শুধু কেন্দ্রীয় চরিত্র হিসাবেই সৌমিত্র কাজ করেছেন তা নয়। সৌমিত্র জানিয়েছিলেন, গুপী গাইন বাঘা বাইন ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে সত্যজিত্ সাফ মানা করে দেন, বলেন এই ছবির দুই চরিত্রের সঙ্গেই খাপ খান না সৌমিত্র।কিন্তু যথন হীরক রাজার দেশে (১৯৮০) তৈরি করলেন সত্যজিত তখন উদয়ণ পন্ডিতের চরিত্র সৌমিত্র ছাড়া আর কাউকে ভাবতে পারেননি পরিচালক। 

উদয়ণ পন্ডিতের মেক-আপের দায়িত্বে সত্যজিত (ছবি সৌজন্যে-টুইটার, রাজা সেন)

সৌমিত্র-সত্যজিত জুটির আরও একটি কালজয়ী ছবি ‘ঘরে-বাইরে’। এই ছবির চিত্রনাট্য সত্যজিত্ তৈরি করেছিলেন পথের পাঁচালিরও আগে। কান চলচ্চিত্র উত্সবে পাম ডি'অরের জন্য প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত এই ছবিতে সন্দীপ মুখুজ্জের ভূমিকায় ধরা দিয়েছিলেন সৌমিত্র। 

সত্যজিতের কেরিয়ারের শেষের দিক থেকে দ্বিতীয় (শাখা-প্রশাখা) ও তৃতীয় (গণশক্রু)'তেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যিজিতের মোট  ১৪টা ফিচার ফিল্ম আর দুটো শর্ট ফিল্মে অভিনয় করেছেছেন সৌমিত্র। এমনকি কাহিনিকার সত্যজিতের শেষ ছবি ‘উত্তরণ’-এর কেন্দ্রবিন্দুতেও ছিলেন এই কিংবদন্তি।  ১৯৯২ সালে এই ছবির শ্যুটিং শুরুর এক মাস আগে হাসপাতালে ভর্তি হয় পরিচালক, পরবর্তী সময়ে সন্দীপ রায় এই ছবি পরিচালনা করেছিলেন। 

বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এই জুটি। যতদিন বাঙালি থাকবে, বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন সৌমিত্র-সত্যজিত্ জুটি ঘুরে ফিরে আসবে বাঙালির মননে,বাঙালির জীবনে। মহারাজা ও তাঁর এই সুযোগ্য সহযোদ্ধাকে সেলাম জানাবে বাঙালি। 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ