'প্রধান'-এর শ্যুটিংয়ে উত্তরবঙ্গে রয়েছেন সুপারস্টার দেব। প্রথমদিন সেখানে পৌঁছেই দেব জানিয়েছিলেন তিনি জ্বরে কাবু। তবে এরপরেও শ্যুটিং বন্ধ রাখেননি দেব। ওষুধ খেয়েই শ্যুটিং চালিয়ে গিয়েছেন। এদিকে দেব জ্বর নিয়ে শ্যুটিং করলেও উত্তরবঙ্গে এখন মাঝে-মধ্যেই চলছে ঝড়বৃষ্টি। শ্যুটিং চলাকালীন সেই মারাত্মক ঝড়বৃষ্টিই ‘প্রধান’-এর শ্যুটিংয়ে ব্যাঘাত ঘটাচ্ছে।
দেব নিজেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষণিক মুহূর্ত লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, 'এদিকে আমাদের শ্যুটিংয়ের মাঝে…'। দেবের এই ভিডিয়োর নিচে এক অনুরাগী লিখেছেন, ‘দেবদা আপনার সঙ্গে সেদিন দেখা হয়েছিলো মুভিটা দেখেছিলাম। হঠাৎ দেখি ইনস্টাগ্রাম থেকে আপনার নোটিফিকেশন, তোমার জন্য ভালোবাসা রইল দাদা....’। আরও এক অনুরাগী লিখেছেন, 'প্রধান'-এ উজ্জ্বল শিল্পীদের সঙ্গে দেব ও সৌমিতৃষাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছি। তবে দেবদা আমার মা বলেন কোনও কাজে ঘোর-বৃষ্টি কিন্তু খুব শুভ লক্ষণ। মা লক্ষ্মী আশীর্বাদ করেন।' কেউ আবার লিখেছেন, ‘আমাদের উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা ছিল, তবে সেটা বাতিল করলাম। আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ। তবে প্রধানের জন্য শুভেচ্ছা রইল।’ আরও একজন লিখেছেন, ‘এতো শরীর খারাপ আর দুর্যোগের মধ্যেও শুটিং থেমে নেই’।
আরও পড়ুন-দেব অসুস্থ বলে উত্তরবঙ্গে প্রধান-এর শ্যুটিং স্থগিত! মুখ খুললেন নায়িকা সৌমিতৃষা
এদিকে 'প্রধান' পুলিশের বেশে দেখা যাবে দেবকে। শ্যুটিং শুরুর প্রথম দিনই পুলিশের উর্দি পরে দেব নিজের চরিত্রের নাম জানিয়ে লিখেছেন 'দীপক প্রধান'। প্রসঙ্গত, দেবের আসল নামও দীপক, তবে পদবী 'প্রধান' নয়, অধিকারী। এদিকে আবার ক্ল্যাপস্টিক হাতে ছবি দিয়ে সুখবর দিয়েছিলেন সৌমিতৃষাও। দেবের নতুন নায়িকা, সকলের প্রিয় 'মিঠাই'কে নতুন রূপে দেখতে বহু অনুরাগীই অপেক্ষা করে রয়েছেন। উত্তরবঙ্গ থেকে ছবি দিলেও নিজের লুক ফাঁস করেননি সৌমিতৃষা কুণ্ডু।
এদিকে দেবের জ্বর হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই উত্তরবঙ্গে 'প্রধান'-এর শ্যুটিং বাতিলের খবর ছড়িয়ে পড়ে। এবিষয়ে সৌমিতৃষা অবশ্য জানিয়েছিলেন, দেব শ্যুটিং বাতিল করেননি, কাউকে ওঁর জন্য অপেক্ষা করে থাকতে হয়নি। তাঁর কথায়, ‘আমি যেদিন পৌঁছালাম, গিয়ে শুনলাম তার আগের দিন থেকেই জ্বর। তবে শ্যুটিং বন্ধ হয়নি। বরং জ্বর নিয়েও অনেক রাত পর্যন্ত শ্যুটিং করেছেন উনি। ওঁর গায়ে, হাত, পায়ে ব্যাথা, দুর্বল, ভাইরাল জ্বর হলে যেমনটা হয় আরকি। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই ১০০ ভোল্ট, এটা সত্যিই শেখার। ওঁর জন্য কাউকে অপেক্ষা করতে হয়নি, শ্যুটিং বাতিল তো অনেক দূরের কথা। এখানে সকলেই কাজটা বোঝে, কাজের বাইরে কিছু নয়।’