আইপিএলের মরশুমে সকলেই এখন ক্রিকেট ফিভারে আক্রান্ত। তার মধ্যেই খোশমেজাজে দেখা গেল গুজরাট টাইটানসের খেলোয়াড়দের। তাঁদের একটি র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিতে দেখা গেল। সেখানে তাঁদের জেন জেডের ব্যবহার করা কিছু শব্দকে চিনতে হতো। আর সেটা চিনতে গিয়েই গলদঘর্ম অবস্থা হল ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, প্রমুখদের।
আরও পড়ুন: 'ওটিটির যুগে আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে নিজের তুলনা টেনে বললেন কী?
এদিন সঞ্চালিকাকে প্রশ্ন করতে শোনা যায়, খেলোয়াড়রা কি TEA এর মানে জানেন? এটা শুনে তাঁরা রীতিমত হতবাক হয়ে যান যে চায়ের আবার অন্য কী অর্থ হতে পারে। সব শেষে জানা যায় গোপন কথা, বা গসিপ ফাঁস করে দেওয়া।
এরপর ফের ঋদ্ধিমানদের প্রশ্ন করা হয় যে FOMO কথাটার অর্থ কী? সেটার উত্তর অবশ্যই কেউ কেউ ঠিক দেন। বিজয় বলেন, 'ফিয়ার অব মিসিং আউট।' এরপর আসে অতি পরিচিত শব্দ স্লে বা SLAY। যা শুনে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন।
আরও পড়ুন: 'সমাজসেবা না টাকার লোভ!' চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক
তবে পরিশেষে বিজয় শঙ্কর বলেন, 'নিত্য নতুন কত কিছু আসছে। নিজেকে কেমন ব্যাক ডেটেড লাগছে। নিজেকে এবার আপডেট করতে হবে যা দেখছি। নইলে হবে না।' আরেকজন বলেন, 'আমাদের হিন্দি এবং ইংরেজি ভাষায় এমনই অনেক শব্দ আছে, সেটাকে আর বাড়িও না। এবার পাগল হয়ে যাব।' অনেকেই মজা পেয়েছেন গোটা বিষয়ে।