বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhuri Dixit: ছেলেরা বড় হয়ে গেল! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট মাধুরীর

Madhuri Dixit: ছেলেরা বড় হয়ে গেল! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট মাধুরীর

পারিবিরাক ছবি মাধুরীর। 

মাধুরী দীক্ষিত ডাঃ শ্রীরাম নেনেকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তান অরিন নেনে এবং রায়ান নেনে।

বৃহস্পতিবার মাধুরী দীক্ষিত তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর দুই ছেলে অরিন এবং রায়ানের জন্য একটি নোট লিখেছেন। মুহূর্তে সেটি ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর দুই ছেলে উচ্চশিক্ষার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে। 

অরিন ও রায়ানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন মাধুরী। ফটোগুলি কোনও রেস্তরাঁয় বলে মনে হচয়েছে। ছবি দু’টি মাধুরী এবং তাঁর দুই ছেলে ক্যামেরার সামনে হাসিখুশি পোজ দিয়েছেন। 

মাধুরী লিখেছেন, ‘তোমরা দুজনেই কলেজে পড়ার সময়ে পৌঁছে গেলে কী করে! সময় কোথা দিয়ে চলে গিয়েছে? আমি তোমাদের সব সময় ভালোবাসি এবং তোমাদের সব সময়ে মিস করব। তোমাদের দু’জনকে ছাড়া বাড়ি এক রকম হবে না।’

তিনি ছবি পোস্ট করার পরে, সেলিব্রিটিরা মাধুরীর এই পোস্টের নীচে মন্তব্য করেন। রিতেশ দেশমুখ মন্তব্য করেছেন, ‘একেই বলে ভালোবাসা।’ ফারাহ খান কুন্দর লিখেছেন, খুব মিষ্টি এই লেখাটা!

মাধুরী ১৯৯৯ সালে ডাঃ শ্রীরাম নেনেকে বিয়ে করেন। ২০০৩ সালে তাঁদের প্রথম সন্তান, অরিনের জন্ম হয়। দুই বছর পরে রায়ান হয়।

(আরও পড়ুন: মাধুরীর রূপে মজেছিলেন গোবিন্দা, বললেন, 'সুনিতা না থাকলে আমি পাক্কা...')

কয়েক মাস আগে মাধুরীর ছোট ছেলে রায়ান হাইস্কুল শেষ করেছে। তার স্নাতক অনুষ্ঠানের সময়, মাধুরী এবং তার স্বামী সোশ্যাল মিডিয়ায় ঝলক শেয়ার করেছিলেন। মাধুরী এবং শ্রীরাম একটি যৌথ পোস্টে লিখেছিলেন, ‘গর্বিত পিতামাতার মুহূর্ত: নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন #DrNene #graduation #proudparent #congratulations #son #proudmoment #success #cheers #instagram #instagood।’

একটি ছবিতে দেখা যাচ্ছে রায়ান অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছেন যখন তিনি তাদের বাড়িতে এমএফ হোসেনের পেইন্টিংয়ের সামনে পোজ দিয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে তার ডিপ্লোমা গ্রহণের একটি ভিডিয়োও রয়েছে। ডিপ্লোমা পাওয়ার পর রায়ানের একটি ছবিও ছিল সেখানে। শেষ ছবিতে বড় ছেলে অরিন এবং রায়ান-সহ পরিবারের সকলকে একসঙ্গে দেখা গিয়েছে।

এদিকে, অরিন বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়ছেন। তিনি ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এর আগে, একটি ভ্লগে, শ্রীরাম নেনেকে দেখা গিয়েছে বন্ধুদের মন জয় করার টিপস দিতে। তিনি অরিনকে রান্না শেখাচ্ছিলেন। এছাড়াও, মাধুরী এবং তার স্বামী সময়ে সময়ে সোশ্যাল মিডিয়াতে তাদের জীবনের ঝলক শেয়ার করে থাকেন। 

বন্ধ করুন